দক্ষিণী পরিচালকদের ছবিতে বলিউড তারকাদের অভিনয় করার ট্রেন্ড ফিল্ম ইন্ডাস্ট্রিতে নতুন কিছু নয়।প্রভাস অভিনীত এস এস রাজামৌলির ছবি বাহুবলী ব্লকবাস্টার হিট হওয়ার পর থেকে সেই প্রবণতা বেড়েছে বই কমেনি।একদিকে যেমন বহু দক্ষিণী ছবির হিন্দি ডাবিং ভার্সন মুক্তি পেয়েছে।ঠিক তেমনই,বলিউড ছবিও মুক্তি পাচ্ছে দক্ষিণী ভাষায়।এবার রোবট খ্যাত পরিচালক শঙ্করের সঙ্গে হাত মিলিয়ে ছবিতে অভিনয় করতে দেখা যাবে বলিউড অভিনেতা রণভীর সিংকে।শঙ্করের নতুন ছবিতে যে অভিনয় করবেন বলিপাড়ার খিলজি, এমন জল্পনা কিন্তু মোটেও নতুন নয়।সদ্যই জানা গিয়েছে,তামিল এপিক নভেল ভেলপরি অবলম্বনে একটি প্যান ইন্ডিয়ান ফিল্ম তৈরি করতে চলেছেন শঙ্কর,যার বাজেট নাকি ছাড়িয়ে যাবে প্রভাসের বাহুবলীকেও। আর এই ম্যাগনাম ওপাস ফিল্মে জেনারেশনের অন্যতম সেরা কোনও তারকাকে খুঁজছিলেন পরিচালক।তাই ছবির নায়ক হিসেবে তিনি বেছে নিয়ছেন বলিউডের অন্যতম সেরা অভিনেতা রণভীর সিংকেই।
আরও পড়ুন – Kartik Aaryan – Freddy : কার্তিক এবার কিলার ডেন্টিস্ট
তামিল এপিক নভেল ভেলপরি-র আখ্যান একটি ছবিতে শেষ করা সম্ভব নয়।তাই তিনটি পর্বে ছবি তৈরি করতে চান পরিচালক শঙ্কর।রণভীর সিং ছাড়াও ছবিতে অভিনয় করবেন বলিউড ও দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির একঝাঁক তারকা।আপাতত ছবিটি প্রি-প্রোডাকশন স্টেজে রয়েছে। সবকিছু ঠিকঠাক চললে ২০২৩এর মাঝামাঝি রণভীর সিংকে নিয়ে ছবির শ্যুটিং শুরু করে দেবেন পরিচালক শঙ্কর।মূলত তামিলে তৈরি হলেও,সবকটি দক্ষিণী ভাষা ও হিন্দিতে মুক্তি পাবে রণভীর-শঙ্কর জুটির প্যান ইন্ডিয়ান ফিল্ম।
আরও পড়ুন – VIjay Devarakonda-Bramhastra 2 : ‘ব্রহ্মাস্ত্র ২’ তে ‘লাইগার’ তারকা?