এক মা ও ছেলের মর্মস্পর্শী লড়াইয়ের গল্প নিয়ে বড়পর্দায় আসছে কাজলের(Kajol) নতুন ছবি সালাম ভেঙ্কি(Salaam Venky)।মুক্তি পেল রেবতী(Revathy) পরিচালিত এই ছবির ট্রেলার।ছবিতে ভেঙ্কির চরিত্রে অভিনয় করেছেন বিশাল জেঠওয়া(Vishal Jethwa)।তাঁর মা সুজাতার ভূমিকায় নজর কাড়বেন ডিডিএলজে-র নায়িকা(DDLJ Actress Kajol)। পাশাপাশি ছবিতে অভিনয় করেছেন রাহুল বোস,রাজীব খান্ডেলওয়াল,প্রকাশ রাজ, প্রিয়মণি ছাড়াও আরও অনেকেই(Rahul Bose,Rajiv Khandelwal,Prakash Raj,Priyamoni)।ক্যামিও রোলে নজর কাড়বেন মিস্টার পারফেকসনিস্ট আমির খানও(Aamir Khan)।আগামী ৯ডিসেম্বর মুক্তি পাচ্ছে সালাম ভেঙ্কি।
আরও পড়ুন – Akshay Kumar : আক্কির দাওয়াই
দক্ষিণী অভিনেত্রী রেবতী এবার ছবির পরিচালনায়।তাঁর নতুন ছবি সালাম ভেঙ্কি এক অসহায় মা সুজাতা ও তার অসুস্থ ছেলে ভেঙ্কির গল্প।সুজাতা(কাজল) জানে তাঁর ছেলে ভেঙ্কি গুরুতর অসুস্থ।যে কোনও দিন মারা যেতে পারে সে।নিজের শেষ পরিণতি কি হতে চলেছে তা অজানা নয় ভেঙ্কিরও।দুজনেই অসহায়, তবে একে অপরকে সাহস জোগাতে কসুর করেনা মা-ছেলে কেউই।সুজাতা সবসময় চেষ্টা করে ভেঙ্কি যে কটা দিন বাঁচবে ওকে যাতে আনন্দে রাখা যায়।নিজের প্রতিটা মুহূর্ত মায়ের সঙ্গেই কাটাতে চায় ভেঙ্কি।ছবিতে উঠে আসে আনন্দ ছবিতে রাজেশ খান্নার সেই বিখ্যাত ডায়লগ,’’বাবুমশাই,জিন্দেগি বড়ি হোনে চাহিয়ে,লম্বি নেহি“।
আরও পড়ুন – SS Rajamouli Confirm ‘RRR 2’ : এবার ‘ট্রিপল আর’-এর সিক্যুয়েল
ছবিতে কাজলের পাশাপাশি দর্শকদের নজর কাড়বে ভেঙ্কির চরিত্রে অভিনেতা বিশাল জেঠওয়ার অভিনয়।স্বামীর সঙ্গে সুজাতার বিচ্ছেদ হয়ে গিয়েছে অনেক আগেই।নিজের হাতেই ভেঙ্কিকে মানুষ করেছে সে।শেষ সময়ে ছেলের ইচ্ছে মায়ের জীবনে ফিরে আসুক বাবা।ছবিতে ভেঙ্কির বাবার ভূমিকায় ক্যামিও রোলে অভিনয় করেছেন আমির খান।অনেকদিন পর আমির-কাজল জুটির প্রতি কিন্তু নজর থাকবে দর্শকের।
আরও পড়ুন – Khela Jawkhon Trailer : থ্রিলারের নতুন খেলা