মুম্বই : রীতেশ দেশমুখকে(Ritesh Deshmukh) জন্মদিনের বড় উপহার দিলেন ভাইজান সলমন খান(Salman Khan)।শনিবারই ৪২ পেরিয়ে ৪৩এ পা দিয়েছেন মস্তি (Masti) ছবির এই অভিনেতা।তাই সোশ্যাল মিডিয়ায় বার্থডে বয়কে শুভেচ্ছা জানিয়েছেন সলমন।পাশাপাশি নতুন গানের টিজারও ইনস্টা হ্যান্ডেলে শেয়ার করেছেন চুলবুল পান্ডে।আগামী ৩০ ডিসেম্বর মুক্তি পাচ্ছে রীতেশ দেশমুখ পরিচালিত মারাঠি ছবি ভেদ(Marathi Film Ved)।এই ছবি দিয়েই পরিচালনার জগতে পা দিচ্ছেন অভিনেতা।ছবিতে রীতেশের সঙ্গে অভিনয় করেছেন তাঁর স্ত্রী জেনেলিয়া ডিস্যুজা(Genelia D’Souza)। সল্লুমিঞার সঙ্গে রীতেশ দেশমুখের সুসম্পর্ক নতুন কিছু নয়।পরিচালকের অনুরোধে ভেদ ছবিতে যে ক্যামিও রোলে নজর কাড়বেন সলমন খান,এমনটা খবর ছিল আগে থেকেই।ছবির একটি গানে বিশেষ চরিত্রে দেখা যাবে বলি সুপারস্টারকে।রীতেশ দেশমুখের জন্মদিনে ভেদ-এর সেই গানের টিজার প্রকাশ্যে আনলেন সলমন খান। টিজারে দেখা গিয়েছে রীতেশ দেশমুখকেও।
আরও পড়ুন – Chitrangada Singh : গৌতম ঘোষের ছবিতে চিত্রাঙ্গদা সিং
View this post on Instagram