Wednesday, July 2, 2025
HomeবিনোদনSalman Khan | New Bulletproof Car | Number Plate | সলমনের নতুন...

Salman Khan | New Bulletproof Car | Number Plate | সলমনের নতুন বুলেট প্রুফ গাড়ির নম্বর প্লেটেই নাকি লুকিয়ে রয়েছে সিক্রেট

Follow Us :

মুম্বই: বলিউড ভাইজান সলমন খান নিজের নিরাপত্তা আর সুরক্ষিত করতে একটি বুলেটপ্রুফ বিলাসবহুল গাড়ি কিনেছেন। নিশান পেট্রল এসইউভি এই গাড়িটি দুবাই থেকে আনা হয়েছে। কারণ এটি ভারতের বাজারে পাওয়া যায় না। আর এই গাড়ির নাম্বার প্লেটেই নাকি লুকিয়ে আছে অন্য সিক্রেট। বলিউড নায়কের এই গাড়ি নিয়ে তাঁর ভক্ত- অনুরাগীদের কৌতূহলের শেষ নেই। বারবার প্রাণনাশের হুমকি পাচ্ছেন বলিউড হিরো সলমন খান। ইমেলে এই হুমকি পাওয়ার পর থেকেই সলমনের নিরাপত্তা বাড়ানো হয়েছে। তাঁর বাড়ির বাইরে নিরাপত্তা আরো জোরদার করা হয়েছে।

আরও পড়ুন: Salman Khan | Mumbai Police | সলমনকে ফের খুনের হুমকি,গ্রেফতার অভিযুক্ত 

 কিন্তু নতুন এই বুলেটপ্রুফ বিলাসবহুল গাড়ির নাম্বার প্লেটে কি এমন রয়েছে যা নিয়ে তাঁর ভক্তদের এত উৎসাহ! গাড়ির নম্বর প্লেটের সঙ্গে অভিনেতার জন্ম তারিখের যথেষ্ট মিল রয়েছে।গাড়িটির নম্বর প্লেট ২৭২৭।সলমন-ভক্তদের কৌতুহল ভাইজান কি জেনেশুনেই এমন নাম্বার নিয়েছেন! নাকি সবটাই কাকতালীয়।

 সেভেন সিটের এই এসইউভি গাড়ির দাম ২ কোটি টাকার মতন। সলমনের এই বুলেট প্রুফ গাড়িতে বেশ কিছু বিশেষত্ব আছে। এই গাড়িতে বি-৭ স্তরের সুরক্ষা রয়েছে। অর্থাৎ এই গাড়ি ৭৮ মিলিমিটার পুরু কাঁচের বেষ্টনীতে মোড়া। অর্থাৎ উচ্চ ক্ষমতা সম্পন্ন রাইফেল থেকে গুলি ছুটলেও ভিতরে থাকা গাড়ির যাত্রী রক্ষা পেয়ে যেতে পারে। জানা যাচ্ছে সলমনের আগের টয়োটা লাইন ক্রুজার এল সি-২০০ এর থেকেও এটি অনেক বেশি নিরাপত্তায় মোড়া।
প্রসঙ্গত,বহুদিন ধরেই বলিউডের ভাইজানকে পরিকল্পনা করে খুন করার চেষ্টা চলছে। সলমনের বান্দ্রার বাড়ির উপরেও চলছিল নজরদারি। এমনকি তাকে হত্যা করার জন্য তার বাড়ির পাশে রেইকি পর্যন্ত করা হয়েছিল বলে সূত্রের খবর। তাই এখন নিরাপত্তারক্ষীরা করা নজরদারি রেখেছে তাঁর বাড়ির আশপাশে এবং বলিউড নায়কের গতিবিধির উপর।

RELATED ARTICLES

Most Popular


Deprecated: Automatic conversion of false to array is deprecated in /var/www/ktv/wp-content/themes/techinfer-child/functions.php on line 39