সারা ভারতের চলচ্চিত্রপ্রেমীরা তাঁকে ‘বব বিশ্বাস’ নামেই চেনেন। সুজয় ঘোষ পরিচালিত ‘কাহানি’ ছবি তার এই পরিচিতি করিয়ে দিয়েছে। হ্যাঁ, তিনি শাশ্বত চট্টোপাধ্যায়। সমস্ত রকম চরিত্রে তিনি যথেষ্ট পারদর্শী। এবার তাঁকে পর্যায়ে দেখা যাবে একেবারে নতুন ধরনের চরিত্রে। পর্দায় এবার প্রথম তাকে দেখা যাবে সমকামী চরিত্রে। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে সাক্ষাত্কার দিতে গিয়ে শাশ্বত জানিয়েছেন যে তিনি বেশ ইন্টারেস্টিং একটি সমকামী চরিত্রে অভিনয় করতে চলেছেন। এই পরিচয় কে কাজে লাগিয়েই ছবির চিত্রনাট্য অনুযায়ী তিনি এক সত্য উদঘাটন করবেন। বলিউডের এই ছবিতে শাশ্বত ছাড়াও থাকছেন আদিত্য রায় কাপুর,অনিল কাপুর প্রমূখ। ইতিমধ্যেই শ্রীলংকা,সিমলা এবং রাজস্থানে ছবির শুটিং হয়ে গেছে। বলিউডে টাকে দেখা গিয়েছিল সাম্প্রতিক ‘ধকড়’ ছবিতে। যদিও বক্সঅফিসে সে ছবি খুব সাড়া ফেলতে পারেনি। টলিউডের ‘তীরন্দাজ শবর’ দর্শকদের আকর্ষণ করেছে। এছাড়াও বলিউডে অনুরাগ কাশ্যপের ‘দেবারা’ এবং রাজকুমার সন্তোষীর ‘ব্যাড বয়’ ছবিতে দেখা যাবে জনপ্রিয় বব বিশ্বাসকে। শুধু বলিউড নয়, আগামী দক্ষিণী ছবি ‘প্রজেক্ট কে’ তেও প্রভাস ও দীপিকা পাড়ুকোনের সঙ্গে দেখা যাবে শাশ্বতকে।
Html code here! Replace this with any non empty text and that's it.