দক্ষিণী ছবি ‘ট্রিপল আর’ এর জোয়ার বক্সঅফিসে এখনো শেষ হয়নি। এই ছবির অন্যতম নায়ক রাম চরণ আর একটি বিগ বাজেট ছবিতে অভিনয় করেছেন। ছবির নাম ‘আর সি ১৫’। প্রসঙ্গত, গত বছরের শেষের দিকে ছবিটির শুটিং শুরু করেছিলেন রাম চরণ। এই ছবিতে তাকে দ্বৈত চরিত্রে দেখা যাবে। একটি শর্ট টেম্পার অর্থাৎ মাথা গরম মানুষের চরিত্রেও অভিনয় করেছেন তিনি। তার বিপরীতে দেখা যাবে বলিউডের কিয়ারা আদবানিকে। এই ছবির নির্মাতাদের ধারণা শর্ট টেম্পার এই চরিত্রে রামচরণকে দর্শকরা যথেষ্ট পছন্দ করবে। রামচরনের অন্য চরিত্রটি গ্রামের একজন রাজনৈতিক ব্যক্তি। ছবির পরিচালক শংকর রাম চরনের দুটি চরিত্র নিয়ে যথেষ্ট ভাল কাজ করেছেন বলে অনেকেরই ধারণা। ছবির শুটিং সেট এর একটি দৃশ্য গত এপ্রিল মাসে সোশ্যাল মিডিয়ায় ফাঁস হয়ে গিয়েছিল। যে দৃশ্য দেখা যায় একটি মাটির রাস্তা দিয়ে রামচরণ সাইকেল চালিয়ে যাচ্ছে তার দুপাশে পুকুর। পরনে পাজামা পাঞ্জাবি,মাথার চুল বেশ সুসজ্জিত, মুখ দাঁড়ি-গোঁফ হীন। শ্যুটিং চলাকালীন ঝোপঝাড়ের আড়ালে থেকে কেউ এই দৃশ্যের একটি ভিডিও তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দিয়েছিলেন। এই ছবির একটি ট্রেনের মধ্যে অ্যাকশন সিকুয়েন্স ছবির সবচেয়ে গুরুত্বপূর্ণ দৃশ্য বলে অনেকেরই ধারণা। ছবিটির স্টান্ড কোরিওগ্রাফার পরিচালক আনবারিভ যথেষ্ট উল্লেখযোগ্য কাজ করেছেন। পলিটিক্যাল- ড্রামা ঘরানার এই ছবিটি রাম চরনের জনপ্রিয়তাকে আরো বাড়িয়ে দেবে বলে বিশেষজ্ঞদের ধারণা। রামচরণ-কিয়ারা ছাড়াও এ ছবিতে অভিনয় করেছেন অঞ্জলি,জয়রাম,সুনীল,শ্রীকান্ত, নবীনচন্দ্র প্রমূখ। ২০২৩ সালের জানুয়ারি মাসে ছবিটি মুক্তি পাওয়ার কথা।
Html code here! Replace this with any non empty text and that's it.