সোশ্যাল মিডিয়ায় ভক্ত-অনুরাগীদের শুভেচ্ছায় ভাসছেন বলিউড অভিনেত্রী সোনম কাপুর। আজ বৃহস্পতিবার ৯ জুন ৩৮ বছরে পা রাখলেন বলিউড অভিনেত্রী। এবারের জন্মদিনটা তার কাছে যথেষ্ট স্পেশাল। কারণ খুব শীঘ্রই তিনি মা হতে চলেছেন। সোনামের এই বিশেষ দিনে তিনি তাঁর বেবি পাম্প এর কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। মেটারনিটি ফ্যাশনে তাঁর জুড়ি মেলা ভার। এবার তিনি সাদা পোশাকে মুক্তোর অলঙ্কার সম্ভার সঙ্গে নিয়ে বেবি বাম্প সহ সোশ্যাল মিডিয়ায় নিজেকে ধরা দিয়েছেন। অভিনেত্রীর এই সাহসী লুক নেটিজেনদের নজর কেড়েছে।নেটিজেনরা সোনমকে এই সাজে দেখে অনেকেই বলেছেন,’সাহসী- সুন্দর’।ক্যাপশন সোনম লিখেছেন, ‘মাতৃত্বের শেষ সময় আমার জন্মদিন। আমি যেমনটা অনুভব করি, তেমন পোশাকই পছন্দ করি-অন্তঃসত্ত্বা,শক্তিশালী সাহসী অথচ সুন্দর’। মাতৃত্বের প্রতিটি মুহূর্ত তিনি চুটিয়ে উপভোগ করছেন। সবকিছু ঠিক থাকলে কয়েক মাস পরেই নবজাতকের মুখ দেখবেন সোনম। তাক দিন আগে তার স্বামী আনন্দ আহুজা বেবিমুন এর জন্য তাকে ইতালিতে নিয়ে গিয়েছিলেন। যার কিছু ছবি অভিনেত্রী সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন। কিছুদিন আগে স্বচ্ছ কাফতানের সঙ্গে সরা মেকআপে বেবি বাম্প এর ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। এই পোশাকে তাঁর স্টাইল স্টেটমেন্ট হয়ে গিয়েছে। এছাড়াও আইভরি শাড়ির সঙ্গে ভারী অলংকারে বহমং অন্তঃসত্ত্বা সোনমকে দেখে নেটিজেনরা অভিভূত হয়েছিলেন।
Html code here! Replace this with any non empty text and that's it.