পরিচালক দেবালয় ভট্টাচার্যের বাংলা ওয়েব সিরিজ ‘মন্টুপাইলট ‘ এর দ্বিতীয় সিজনের শ্যুটিং শুরু হওয়ার কথা ছিল ১৪ জানুয়ারিতেই শ্যুটিংয়ের কাজ শুরুর কথা ছিল , তবে সেই শ্যুটিং পিছিয়ে দেওয়া হয়। কারণ এই সিরিজের প্রধান অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা করোনা আক্রান্ত হয়ে পড়েন। তবে এখন তিনি সম্পূর্ণ সুস্থ।
প্রসঙ্গত এই সিরিজে আগে শোলাঙ্কি রায় যে চরিত্রটি অভিনয় করছিলেন, সেই চরিত্রে এখন দেখা যাবে রাফিয়াত রশিদ মিথিলাকে।
২৭ জানুয়ারি বৃহস্পতিবার ‘মন্টুপাইলট ‘ এর শ্যুটিং শুরু হয়ে গেল। প্রথম দিনেই কালীঘাট মন্দির চত্বরে হলো শ্যুটিং। এই প্রথম সৌরভ দাসের বিপরীতে দেখা যাবে রাফিয়াত রশিদ মিথিলাকে। মিথিলা জানান, আজ থেকেই শ্যুটিং শুরু হলো তাঁর নতুন ওয়েব সিরিজের ।
মন্টুপাইলট সিরিজের দ্বিতীয় সিজনে এই দুই অভিনেতার কেমিস্ট্রি দেখার অপেক্ষায় দর্শক।