হায়দরাবাদ : পরিচালক এস এস রাজামৌলি(SS Rajamouli) যে মহাভারত(Mahabharat) নিয়ে ছবি করতে চান,এমনটা কিন্তু জানা গিয়েছিল অনেক আগেই।ট্রিপল আর(RRR) ছবির প্রমোশনেই পরিচালক জানিয়েছিলেন, মহাভারত তাঁর অন্যতম ড্রিম প্রজেক্ট।দীর্ঘদিন ধরেই এপিক ফিল্মটি নির্মাণের পরিকল্পনা করছেন তিনি।ছবির চিত্রনাট্য তৈরি হয়ে গেলেই কাস্টিং নিয়ে কাজ শুরু করে দেবেন বাহুবলী খ্যাত পরিচালক।সদ্যই একটি ইভেন্টে রাজামৌলি বড়পর্দার মহাভারত নিয়ে যে আপডেট দিয়েছেন,তাতে দর্শকদের একটু হলেও মন খারাপ হবে।পরিচালক জানিয়েছেন,মহাভারতের যতগুলি সংস্করণ রয়েছে তা পড়ে শেষ করতেই এক বছরেরও বেশি সময় লাগবে।পরিচালক আরও জানিয়েছেন,একটি ছবির মাধ্যমে মহাভারত-এর গল্প শেষ করা কোনওমতেই সম্ভব নয়।অন্তত দশটি পর্বে ছবিটিকে ভাগ করা যেতে পারে বলেই মনে করেন এস এস রাজামৌলি।বাহুবলী(Bahubali) হোক বা ট্রিপল আর।রাজামৌলির প্রতিটি ছবিতেই পাওয়া যায় মহাকাব্যিক(Epic) ছোঁয়া।সেই কারণেই পরিচালকের ছবি অন্য সকলের চেয়ে আলাদা।
এই প্রসঙ্গে এস এস রাজামৌলি জানাচ্ছেন,বড়পর্দার জন্য মহাভারত নির্মাণ করায় তাঁর জীবনের মূল লক্ষ্য।প্রতিটি ছবি তৈরির সময় রাজামৌলির মনে হয় নিজের স্বপ্নপূরণের দিকে একধাপ করে এগিয়ে যাচ্ছেন তিনি।এবছরই মহেশবাবুর সঙ্গে নতুন ছবির শ্যুটিং শুরু করবেন এস এস রাজামৌলি।পাইপলাইনে রয়েছে একাধিক ছবির কাজ।যার মধ্যে অন্যতম হতে চলেছে ট্রিপল আর-এর সিক্যুয়েল।তাই রাজামৌলির মহাভারত দেখার জন্য যে আরও কয়েক বছর অপেক্ষা করতে হবে তা কিন্তু বলার অপেক্ষা রাখে না।