অবশেষে নেটফ্লিক্সে আসছে মণিকা,ও মাই ডার্লিং।গতবছর থেকেই সিনেপ্রেমীদের মধ্যে জল্পনা রয়েছে ভাসান বালা পরিচালিত এই ডার্ক কমেডি ফিল্ম নিয়ে।ছবিতে মুখ্যভূমিকায় অভিনয় করেছেন রাজকুমার রাও ও রাধিকা আপ্তে।রয়েছেন অভিনেত্রী হুমা কুরেশিও।বড়পর্দায় নয়,নেটফ্লিক্সেই যে মুক্তি পাবে মণিকা,ও মাই ডার্লিং এমনটা আগেই জানিয়েছিলেন নির্মাতারা।শেষ পর্যন্ত সমস্ত অপেক্ষার অবসান ঘটতে চলেছে খুব শীঘ্রই।সদ্যই সোশ্যাল সাইটে নেটফ্লিক্স কতৃপক্ষ জানিয়েছে, আগামী ১১নভেম্বর হতে চলেছে মণিকা,ও মাই ডার্লিং-এর ওটিটি প্রিমিয়ার।ছবির পরিচালক ভাসান বালা জানাচ্ছেন,মণিকা,ও মাই ডার্লিং তাঁর জীবনের একটি ড্রিম প্রজেক্ট।ছবিটি একটি অনবদ্য কমেডি যার গল্পের পরতে পরতে রয়েছে চুড়ান্ত নাটকীয়তা ও সাসপেন্স যা পছন্দ করবেন দর্শক।কিছুদিনের মধ্যেই প্রকাশ্যে আসবে মণিকা,ও মাই ডার্লিং-এর ট্রেলার।
Html code here! Replace this with any non empty text and that's it.