মঙ্গলবার মুম্বইয়ের এক পাঁচতারা বিলাসবহুল হোটেলে ব্যবসায়ীর সঙ্গে রাজকীয় বিয়ে সারলেন অভিনেত্রী অঙ্কিতা লোখান্ডে। সোনালি লেহেঙ্গায় সেজেছিলেন অঙ্কিতা। প্রয়াত বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের স্মৃতি নিয়েই ভিকি জৈনের গলায় বরমাল্য পড়িয়ে দিলেন অঙ্কিতা। এমনটাই ধারণা সুশান্ত-অঙ্কিতার ভক্তদের। সোশ্যাল মিডিয়ায় নিজেদের বিয়ের ছবি পোস্ট করেছেন নবদম্পতি। ডিজাইনার মনীশ মালহোত্রার সোনালি লেহেঙ্গা আর ভিকির পরনে ছিল সোনালি শেরওয়ানি।সোশ্যাল মিডিয়ায় ছবির সঙ্গে অঙ্কিতা লিখেছেন, ভালোবাসা ধৈর্যশীল ‘কিন্তু আমরা নই। আমরা এখন আনুষ্ঠানিকভাবে মিস্টার এন্ড মিসেস জেইন।’বেশ কিছুদিন ধরেই অঙ্কিতা ভিকির বিয়ের গুঞ্জন শোনা যাচ্ছিল।ভিকির আগে রাতে অভিনেতা সুশান্ত সিং রাজপুত এর সঙ্গে প্রেমের সম্পর্কে ছিলেন অঙ্কিতা।
‘পবিত্র রিস্তা’ ধারাবাহিকের মাধ্যমে শুরু হয়েছিল তাদের প্রেমের সম্পর্ক। দীর্ঘ ৬ বছর তারা একসঙ্গে ছিলেন। এমন কি বিয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন। কিন্তু পরবর্তীকালে তাঁদের সে সম্পর্ক টেকেনি। ভিকির সঙ্গে অঙ্কিতার সম্পর্ক বছর তিনেকের।সুশান্তের মৃত্যুর পর প্রায় একমাস সোশ্যাল মিডিয়া থেকে নিজেকে সরিয়ে রেখেছিলেন অঙ্কিতা। সংবাদমাধ্যমে অঙ্কিতা বলেছিলেন, ‘সুশান্ত কখনো আত্মহত্যা করতে পারেন না’ শুধু ছোট পর্দায় খ্যাতি নয়, কঙ্গনা রানাওয়াত অভিনীত ‘মণিকর্ণিকা: দ্যা কুইন অফ ঝাঁসি’ ছবির মাধ্যমে বলিউডে বড় পর্দায় পা রেখেছিলেন এই অভিনেত্রী। টাইগার শ্রফ শ্রদ্ধা কাপুর অভিনীত ‘বাঘি ৩’ ছবিতে তাকে দেখা গেছে।