সম্প্রতি লন্ডনে অনুষ্ঠিত হয়ে গেল ২২ তম রেইনবো চলচ্চিত্র উৎসব। উৎসবে বাংলাদেশের ছবি ‘ঊনপঞ্চাশ বাতাস’ প্রদর্শিত হয়। ছবিটি শ্রেষ্ঠ পরিচালকের শিরোপা পেয়েছে। ছবিটি পরিচালনা করেছেন মাসুদ হাসান উজ্জ্বল। এই ছবিতে অভিনয় করেছেন শার্লিন ফারজানা, ইলোরা গহর, ইমতিয়াজ বার্সান ও আরো অনেকে। বিশ্বের চোদ্দটি দেশের মোট ১৫ টি ভাষায় নির্মিত ত্রিশটি ছবি প্রদর্শিত হয় এই চলচ্চিত্র উৎসবে। করোনা সংকটের জন্য উৎসবে উপস্থিত থাকতে পারেননি পরিচালক উজ্জ্বল। এ সপ্তাহের প্রথম দিকে লন্ডনের বেথনাল গ্রীনের ‘রিচ মিক্স’ সিনেমা হলে এই উৎসবের সমাপ্তি অনুষ্ঠানে পুরস্কার প্রাপকদের নাম ঘোষণা করা হয়। এই পুরস্কার পেয়ে উজ্জ্বল যথেষ্ট উচ্ছ্বসিত। ‘ঊনপঞ্চাশ বাতাস’ এর কাহিনি, সংলাপ,চিত্রনাট্য,শিল্প নির্দেশনা এবং সঙ্গীত পরিচালনা করেছেন মাসুদ হাসান উজ্জ্বল নিজে। শুধু তাই নয় চিত্রগ্রহণ এবং পোস্টার ডিজাইনও তৈরি করা।
‘ঊনপঞ্চাশ বাতাস’ ছবিটি ২০২০ সালে তৈরি প্রণয়ধর্মী-নাট্য চলচ্চিত্র। মাসুদ হাসান উজ্জ্বলের এটি প্রথম ছবি। অনেকের ধারণা দর্শকের মস্তিষ্ক আর মননে এ ছবি ঝোড়ো হাওয়া বইয়ে দিয়েছে। টিভি নাটকের ক্ষেত্রে উজ্জ্বল একজন প্রশংসিত নির্মাতা। লন্ডন ফেস্টিভ্যালে প্রশংসিত এই ছবিতে জীবনের জটিল কিছু সম্পর্ক তিনি অবলীলায় সহজ করে চিত্রায়িত করেছেন। ছবিটি ২ ঘন্টা ৪৫ মিনিট দীর্ঘ। ‘ঊনপঞ্চাশ বাতাস’ একটি বাগধারা। যার অর্থ পাগলামি। পরিচালকের কথায় নিরাপন ছাড়াও ‘ঊনপঞ্চাশ বাতাস’ এর অন্যতম প্রধান চরিত্র ভিড়। বীরের মাঝেই পাখির নীড়ের মতো চোখ দিয়ে নীরার ভালো লাগে অয়নকে অতঃপর ভালোবাসা এবং প্রেম।
লন্ডন ফেস্টিভ্যালে ‘ঊনপঞ্চাশ বাতাস’ পুরস্কৃত
Follow Us :