কয়েক মাস আগেই পাটনার তরুণী প্রিয়াঙ্কা গুপ্তার সাহসী পদক্ষেপের জন্য সংবাদের শিরোনামে উঠে এসেছেন। ২০১৯ সালে অর্থনীতিতে স্নাতক হয়েছিলেন প্রিয়াঙ্কা গুপ্তা। তারপর বছর দুয়েক ধরে চাকরির জন্য আপ্রাণ চেষ্টা করেছেন তিনি। কিন্তু সব চেষ্টা ব্যর্থ হবার পর অবশেষে পার্টনার উইমেন্স কলেজের পাশে একটি চায়ের দোকান দিয়েছেন। প্রিয়াংকার এই চায়ের দোকানে নানান ধরনের চা পাওয়া যায়। প্রিয়াঙ্কা তার চায়ের দোকানের নাম দিয়েছেন ‘গ্রাজুয়েট চাওয়ালি’। সংবাদে উঠে আসা প্রিয়াঙ্কার এই চায়ের দোকানের খবর পৌঁছে গেছে দক্ষিণী ছবির সুপারস্টার বিজয় দেবরকোন্ডার কাছেও। আর তারপরেই বিজয়কে দেখা গেল এই ‘চা-ওয়ালি’র দোকানে দাঁড়িয়ে চা খেতে। সোশ্যাল মিডিয়ায় তেমনি একটি ভিডিও এখন ভাইরাল। যেখানে দেখা যাচ্ছে, রাস্তার পাশে একটি চায়ের দোকানে হাজির হয়েছেন বিজয়। আর তখনই প্রিয়াঙ্কা একটি ফুলের তোড়া দিয়ে বিজয়কে স্বাগত জানিয়েছেন। তারপর সেখানে চা খেয়েছেন এই সুপারস্টার অভিনেতা। ভাইরাল এই ভিডিও দেখে অনেক নেতি জানি প্রশ্ন করেছেন এর দোকানে বিজয় কেন গেলেন! এ বিষয়ে বক্স অফিস বিশেষজ্ঞ রমেশ বালা তার টুইটে লিখেছেন, অভিনেতার ‘লাইগার’ ছবির প্রচারের অংশ হিসেবে প্রিয়াঙ্কার চায়ের দোকানে গিয়েছিলেন বিজয়। এই ছবির মাধ্যমেই বলিউডে অভিষেক হচ্ছে বিজয়ের। এই ছবিতে তাঁর সঙ্গে জুটি বেঁধেছেন বলিউডের অনন্যা পান্ডে। আগামী ২৫আগস্ট ছবিটি মুক্তি পাবে। ছবি মুক্তি কে সামনে রেখে প্রচারের কাজে ব্যস্ত সময় কাটাচ্ছেন ছবির নায়ক বিজয় দেবরকোন্ডা।
Html code here! Replace this with any non empty text and that's it.