কলকাতা টিভি ওয়েব ডেস্ক: আমরা প্রায়ই খেলার ম্যাচে দেখি যেখানে খেলার চেয়ে বেশি দর্শকদের লাইমলাইট কেড়ে নেয়। কখনও কখনও, শ্রোতাদের মধ্যে কারও প্রতিক্রিয়া একটি মিমও পর্যন্ত তৈরি হয়ে যায়। ক্রিকেট, ফুটবল এবং বেসবল ম্যাচগুলি সোশ্যাল মিডিয়ার জন্য এই ধরনের সামগ্রী তৈরি করার জন্য জনপ্রিয়। ক্রিকেট ম্যাচে এমন অনেক উদাহরণ রয়েছে যখন দর্শকদের মধ্যে ২ থেকে ৩ জন সুন্দরী মহিলাকে ফোকাস করার জন্য ক্যামেরাম্যানদের ঠাট্টা করা হয়। কিন্তু এই ভিডিয়োটি একটু আলাদা। যেখানে দেখা যাচ্ছে, আরবের একটি ম্যাচে একজন মহিলাকে ক্যামেরাবন্দি করা হয়। আর তা দেখেই ধারাভাষ্যকর গান করতে শুরু করে। এই ভিডিয়োই ভাইরাল সোশ্যাল মিডিয়া জুড়ে।
আর একটু খোলসা করে বলা যায়, ভিডিয়োটিতে দেখা যাচ্ছে, একজন মহিলা স্টেডিয়ামের গ্যালারিতে বসে চুইংগাম খাচ্ছেন। এদিকে, তাঁর সৌন্দর্যে মুগ্ধ হয়ে একজন আরব ধারাভাষ্যকার ম্যাচের প্রসঙ্গ ভুলে তার জন্য গান গাইতে শুরু করেন। এই ঘটনাকে ঘিরে অভিযোগ ওঠে, ক্যামেরাম্যান ওই মহিলাকে একাধিকবার জুম করেন, যা কাম্য নয়। গোটা বিষয়টি নেটিজেনদের একাংশ সমালোচনা করেছেন। সোশ্যাল মিডিয়ায় অনেকেই প্রশ্ন তুলেছিলেন, ক্যামেরাম্যানরা ওইম মহিলাকে জুম করে দেখানো উচিত হয়নি।
আরও পড়ুন:Madan Mitra: দলের অনেক বেইমান মমতাকে হারানোর চক্রান্ত করছে, ফের বিস্ফোরক মদন
এখন পর্যন্ত ভাইরাল ভিডিওটি ২.১ মিলিয়নেরও বেশি ভিউ হয়েছে। গত এক বছরের পুরনো এই ভিডিয়ো আজও সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয়।