ওয়েব ডেস্ক: বঙ্গবন্ধু মুজিবর রহমানের ধানমন্ডির বাড়িতে অগ্নিকাণ্ড (Fire)। এবার বাদ গেল না মুক্তিযুদ্ধের সংগ্রহশালাও (Museum)! সোমবার সকালে ঢাকার আগারগাঁওয়ে মুক্তিযুদ্ধের জাদুঘরে আগুন লাগে। তবে জাদুঘরের ট্রাস্টি (Trustee) সারাওয়ার আলি বলেন, আগুন লাগার জন্য জাদুঘরের বিশেষ ক্ষতি (Loss) হয়নি। এটি দুর্ঘটনা না কি চক্রান্ত তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। এদিন সকাল ৯টা নাগাদ জাদুঘরের নীচের তলায় জেনারেটর ঘরে আগুন লাগে। পরিচ্ছন্নতাকর্মী ও নিরাপত্তাকর্মীরাই আগুন নিয়ন্ত্রণে আনেন। ঘটনাস্থলে দমকলের মহম্মদপুর স্টেশন থেকে দুটি ইঞ্জিন আগুন নেভায়। আগুন ছড়াতে পারেনি।
মহম্মদ ইউনুসের অন্তর্বর্তী সরকারের আমলে বঙ্গবন্ধুর স্মৃতি মুছে ফেলার চেষ্টা হয়েছে। গুঁড়িয়ে দেওয়া হয়েছে মুজিবর রহমানের বাড়ি। মুক্তি যুদ্ধ বা বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের স্মৃতি মুছে ফেলতেও সক্রিয় অনেকে। স্বাভাবিকভাবেই এদিন ওই সংগ্রহশালায় আগুন লাগার ঘটনাতেও চক্রান্তের সম্ভাবনা উড়িয়ে দেওয়া হচ্ছে না।
আরও পড়ুন: পদত্যাগ প্রধান উপদেষ্টার সহকারীর, কতটা চাপে মহম্মদ ইউনুস?
এদিকে, এক নাবালিকাকে ধর্ষণের ঘটনা সামনে আসায় রবিবার গভীর রাত থেকে বিক্ষোভ চলছে ঢাকায়। রাস্তায় নেমে আসেন হাজারে হাজারে জনতা। ধর্ষণ ও নারীদের প্রতি অত্যাচারের বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতিবাদ বিক্ষোভ হয়। বিভিন্ন সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে বিক্ষোভ হয়। বাংলাদেশে বর্তমানে নারী সুরক্ষা তলানিতে ঠেকেছে। উদ্বেগ প্রকাশ করে অডিয়ো বার্তা বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার।
দেখুন অন্য খবর: