কলকাতা: শীতের হাওয়ার লাগল নাচন আমলকির এই ডালে ডালে/ পাতাগুলি শিরশিরিয়ে ঝরিয়ে দিল তালে তালে। সত্যি তাই! এবার বাঙালীর প্রিয় ঋতুর আমেজ আস্তে আস্তে গায়ে মাখছে সবাই। কখনও হালকা ঠাণ্ডা হাওয়া, তো কখনও সেই ময়দানে সাদা চাদরের মতো কুয়াশা শীতের (Winter) শুরুতেই নস্ট্যালজিক করে তুলছে আমাদের। পিকনিক (Picnic) মুড আসতে শুরু করেছে।
গত সপ্তাহ থেকেই শীতের আমেজ অনুভব হতে শুরু করেছে। এমনকী ১০ বছরের রেকর্ডও ভেঙে দিয়েছিল উষ্ণতা। তবে সময়ের সঙ্গে সঙ্গে শীাতের অনুভব বাড়ছিল, আবার দিন দুয়েক আগে গরমও লাগছিল। তাই বঙ্গবাসীর মনে আবারও প্রশ্ন আসছিল শীত তাহলে আসছে কবে? এবার বোধহয় অপেক্ষার অবসান হতে শুরু করেছে। তবে পাকাপাকিভাবে কবে আসবে সেকথা হাওয়া অফিস জানায়নি। না না মন খারাপের দরকার নেই। শীতের আমেজ তো থাকছেই! সেই সঙ্গে নলেন গুড়ও বাজারে আসতে শুরু করেছে।
যদি মঙ্গলবার সকালের আবহাওয়া দিকে তাকানো যায় তাহলে রাজ্যে ভোরের দিকে শীতের আমেজ অনুভব হয়েছে। হালকা কুয়াশারও দেখা মিলছে শহরে। অন্যান্য দিনের মতোও সন্ধ্যাতে শীতের আমেজ অনুভব হতে পারে বলে হাওয়া অফিসের পূর্বাভাস রয়েছে। আর শীতের আপডেট হিসেবে আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, শনিবারের মধ্যেই শীতের আমেজ শুরু হচ্ছে রাজ্যজুড়ে। তাপমাত্রার পারদ আরও নামতে পারে বলে পূর্বাভাস হাওয়া অফিসের। তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াসের নীচে নামতে পারে বলে মত আবহাওয়াবিদদের।
আরও পড়ুন:Delhi Pollution: নানা বিধিনিষেধ সহ স্কুল চালু হলেও দিল্লিতে জারি থাকছে অন্যান্য নিষেধাজ্ঞা
যদিও বঙ্গোপসাগরে ঘনীভূত ঘূর্ণাবর্ত মঙ্গলবারই পরিণত হবে নিম্নচাপে। তবে সেই নিম্নচাপে প্রভাব রাজ্যে খুব বেশি পড়বে না। দক্ষিণ ভারতের দিকে এই নিম্নচাপে প্রভাব বেশি পড়বে জানিয়েছে আবহাওয়া দফতর। তবে হাওয়া অফিস সূত্রে খবর, কলকাতা সংলগ্ন এলাকায় শীত পড়তে এখনও অনেক দেরি রয়েছে। আপাতত শুষ্কো আবহাওয়া থাকবে। আগামী কয়েকদিন কোনও বৃষ্টির সম্ভাবনা নেই। আগামী কয়েকদিন রাজ্যে আংশিক মেঘলা আকাশ থাকবে। উত্তরবঙ্গের পার্বত্য জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। তবে ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।