কলকাতা: বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি পদে শপথ নিলেন টি এস শিভগননম (TS Sivagnanam) । এদিন শপথ অনুষ্ঠানে মুখোমুখি হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee Chief Minister of West Bengal) এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তবে মুখোমুখি হলেও মমতার সঙ্গে বিরোধী দলনেতার সঙ্গে কোনও বাক্য বিনিময় হয়নি। শুভেন্দু মুখ্যমন্ত্রীকে দেখে উঠে দাঁড়িয়েও ছিলেন। প্রধান বিচারপতিকে শপথবাক্য পাঠ করান রাজ্যপাল সি ভি আনন্দ বোস।
প্রধান বিচারপতির শপথগ্রহণ অনুষ্ঠান শেষে মুখ্যমন্ত্রীর আগেই সভাস্থল ছেড়ে বেরিয়ে যান শুভেন্দু। এদিন মুখ্যমন্ত্রীর আগেই হাইকোর্টে অনুষ্ঠান স্থলে পৌঁছে গিয়েছিলেন শুভেন্দু৷ ১ নম্বর এজলাসে ঢোকার মুখেই প্রায় সামনের সারিতে বসেছিলেন শুভেন্দু৷ মুখ্যমন্ত্রীকে দেখে তিনি উঠে দাঁড়ান। কিন্তু দুজনের মধ্যে কোনও কথা হয়নি। অনুষ্ঠানে উপস্থিত অন্যদের সঙ্গে সৌজন্য বিনিময় করেন শুভেন্দু।
অনুষ্ঠান শুরুর বেশ কিছুত্রণ আগেই পৌঁছে গিয়েছিলেন কলকাতার মেয়র তথা মন্ত্রী ফিরহাদ হাকিম, রাজ্য বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়, মন্ত্রী মলয় ঘটক, চন্দ্রিমা ভট্টাচার্য প্রমুখ। ফিরহাদের পাশের আসনেই বসে ছিলেন শুভেন্দু। জানা গিয়েছে, প্রথমে মুখ্যমন্ত্রীর পাশে বিরোঝী দলনেতার চেয়ার রাখা হয়েছিল। কিন্তু চেয়ার সরিয়ে মেয়রের পাশে গিয়ে বসেন শুভেন্দু। অনুষ্ঠানে বেশ কিছুক্ষণ পাশাপাশিই বসেছিলেন ফিরহাদ- শুভেন্দু৷ দু-একবার কথা বলতেও দেখা যায় তাঁদের৷ তবে বেশ কিছুক্ষণ বসার পর আসন পরিবর্তন করে নেন শুভেন্দু অধিকারী৷ শুভেন্দু আসন পরিবর্তন করায় পরে ফিরহাদের পাশে এসে বসেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় (Biman Banerjee )৷