কলকাতা: যাত্রীদের জন্য সুখবর। খুব শীঘ্রই চালু হতে চলেছে হাওড়া ময়দান থেকে শিয়ালদহ (Sealdah to Howrah Maidan Metro) পর্যন্ত মেট্রো পরিষেবা। সোমবার শিয়ালদহ মেট্রো স্টেশনে এক অনুষ্ঠানে এমনটাই জানালেন কলকাতা মেট্রোর (Kolkata Metro) জেনারেল ম্যানেজার পি উদয়কুমার রেড্ডি। পাশাপাশি কবি সুভাষ থেকে রুবি পর্যন্ত মেট্রো চলাচল কেবল সময়ের অপেক্ষা বলেও জানান তিনি।
এদিন পি উদয়কুমার রেড্ডি জানান, “বউবাজার এলাকায় কাজে যেখানে জটিল পরিস্থিতি তৈরি হয়েছিল, তা মিটে গিয়েছে। তাই রেল মন্ত্রীকে আমরা যাবতীয় রিপোর্ট দিয়ে দিয়েছি। যাবতীয় রিপোর্ট এবং অন্যান্য সমস্ত কিছু বিচার বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, ২০২৪ সালের জুন মাসের শেষ অথবা জুলাই মাসের শুরুতেই হাওড়া ময়দান থেকে শিয়ালদহ মেট্রো সংযোগ হয়ে যাবে।” অর্থাৎ হাওড়া ময়দান থেকে মেট্রো পথে জুড়ে যাবে সেক্টর ফাইভ পর্যন্ত।
আরও পড়ুন:Local Trains | ওভারব্রিজের কাজের জন্য শিয়ালদহ- ডানকুনি শাখায় ট্রেন চলাচল ব্যাহত হতে পারে ২০ দিন
পি উদয় কুমার রেড্ডি আরও জানান, “কবি সুভাষ থেকে হেমন্ত মুখোপাধ্যায় স্টেশন অর্থাৎ রুবি পর্যন্ত মেট্রো চলাচল যেকোনও দিন শুরু হয়ে যেতে পারে। কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এই বিষয়ে জিজ্ঞেস করলে তাঁকে সমস্ত রিপোর্ট পাঠানো হয়েছে এবং রেলমন্ত্রী নির্দেশ দিয়েছেন যে কোন সময় এই রুটের মেট্রো পরিষেবা চালু করে দেওয়ার জন্য।”
কবি সুভাষ থেকে হেমন্ত মুখোপাধ্যায় অর্থাৎ রুবি মোড় পর্যন্ত মোট ৫.৪ কিলোমিটার মেট্রো পরিষেবার ক্ষেত্রে মোট পাঁচটি স্টেশন থাকছে। স্টেশনগুলি হল- কবি সুভাষ স্টেশন (নিউ গড়িয়া এলাকার জন্য), সত্যজিৎ রায় স্টেশন (বাঘাযতীন এলাকার জন্য), জ্যোতিরিন্দ্র নন্দী স্টেশন (মুকুন্দপুর এলাকার জন্য), কবি সুকান্ত স্টেশন (কালিকাপুর এলাকার জন্য), হেমন্ত মুখোপাধ্যায় স্টেশন (রুবি মোড়)।