কলকাতা: মেট্রোয় অত্যাধুনিক রেক চালু হয়েছিল আগেই। এবার স্টেশন চত্বরগুলি আধুনিকীকরণের কাজে হাত দিল কলকাতা মেট্রো কর্তৃপক্ষ। এবার মেট্রো স্টেশনগুলিতে বসতে চলেছে ডিজিটাল ফেয়ার ডিসপ্লে বোর্ড। নর্থ সাউথ মেট্রোর প্রতিটি স্টেশনেই এই ডিসপ্লে বোর্ড বসবে। ইতিমধ্যেই এই বোর্ড লাগানো হয়েছে পার্ক স্ট্রিট এবং যতীন দাস পার্ক মেট্রো স্টেশনে। বাকি স্টেশনগুলিতেও ধীরে ধীরে বোর্ড বসানো হবে।
মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, নিত্যযাত্রী ছাড়াও মেট্রোয় প্রতিদিন বহু মানুষ সফর করেন। তাঁদের মধ্যে অনেকেরই টিকিটের ভাড়া জানা থাকে না। টিকিট কাউন্টারে ভিড় থাকায় সবসময় জিজ্ঞাসাও করা যায় না। এই পরিস্থিতিতে বিপাকে পড়তে হয় সাধারণ যাত্রীদের। যাত্রী স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখেই এবার প্রতিটি স্টেশনে বসানো হচ্ছে ডিজিটাল ফেয়ার চার্ট। একটি বেসরকারি সংস্থার সঙ্গে যৌথভাবে এই উদ্যোগটি নেওয়া হয়েছে।
মেট্রো রেল সূত্রে খবর, নর্থ সাউথ মেট্রো করিডোর অর্থাৎ, দক্ষিণেশ্বর-কবি সুভাষ লাইনের ২৬টি স্টেশনে মোট ৮১টি ডিজিটাল ডিসপ্লে বোর্ড বসানো হবে। যাত্রীরা যাত্রাপথের ভাড়া আগে থেকে দেখেই টিকিট কাটতে পারবেন। মেট্রোর ভাড়া সম্পর্কিত তথ্য ছাড়াও সংশ্লিষ্ট বেসরকারি সংস্থার বিজ্ঞাপনও থাকবে বোর্ডে। ইতিমধ্যেই রেক, হ্যান্ডেল চেন, গেট, দেওয়াল–সহ নানা জায়গায় বিজ্ঞাপনের সুযোগ করে দিয়েছে মেট্রো। এবার নতুন সংযোজন ডিজিটাল ফেয়ার বোর্ড।
আরও পড়ুন: Kolkata Metro: জট কাটল জোকা-বিবাদী বাগ মেট্রোর, ভিক্টোরিয়া-ময়দানে কাজ শুরুর নির্দেশ হাইকোর্টের
মেট্রো কর্তৃপক্ষ একটি বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এই ডিজিটাল ফেয়ার বোর্ডে বাংলা, ইংরেজি ও হিন্দি, এই তিন ভাষায় লেখা থাকবে স্টেশনের নাম এবং ভাড়ার পরিমাণ। মেট্রো স্টেশনগুলিকে আধুনিক করতেই এই উদ্যোগ। প্রতিদিন মেট্রোয় লক্ষ লক্ষ মানুষ যাতায়াত করেন। ডিজিটাল ফেয়ার বোর্ড চালুর ফলে একদিকে তাঁরা যেমন উপকৃত হবেন, তেমনই এই বোর্ডের মাধ্যমে নিজেকে অনেকটাই আধুনিক করে তুলতে পারবে কলকাতা মেট্রো।