ওয়েবডেস্ক- বিরোধী দলনেতা সহ বিজেপি বিধায়করা (Bjp MLA) শ্লোগান দিচ্ছে সদনের কক্ষে। শুভেন্দু অধিকারীকে সাসপেন্ড করল আজকের বাকি সময়ের জন্যে। বিজেপি বিধায়করা ওয়াক আউট করে সদন করে বেরিয়ে যান। বিজেপির সমস্ত বিধায়করা এর প্রতিবাদে সোচ্চার হোন বিধানসভার অধিবেশন কক্ষে।
বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Opposition Leader Shuvendu Adhikari) ‘ভারতীয় সেনা জিন্দাবাদ ইন্ডিয়ান আর্মি জিন্দাবাদ’, এই স্লোগান দিতে থাকেন। এরপরেই বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় (Speaker Assembly Biman Banerjee) শুভেন্দু অধিকারীকে (Subhendu Adhikari) সাসপেন্ড করেন। প্রতিবাদে বিরোধী দলনেতা সহ বিজেপির বিধায়করা ওয়াক-আউট করে বেরিয়ে আসেন। বিধানসভার গেটের সামনে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বক্তব্য রাখছেন। শুভেন্দু অধিকারীর নেতৃত্বে একটি বিধায়করা প্রতিবাদ দেখাতে থাকেন বিধানসভার গেটের সামনে। শুভেন্দু বলেন, সেনার (Indian Army) উপর বিজেপির স্ট্যাম্প লাগিয়েছে।
আরও পড়ুন- রাইটার্সের সামনে সেনাবাহিনীর গাড়ি আটকাল কলকাতা পুলিশ
প্রসঙ্গত, গতকাল মেয়ো রোডের উপর ভাষা আন্দোলনের মঞ্চ খুলের দেয় সেনাবাহিনী। রাজ্যের কাছে আগে থেকে সেই খবর ছিল না। মঞ্চ খোলা শুরু হতেই তড়িঘড়ি ঘটনাস্থলে আসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী বলেন, আমাদের না জানিয়ে খোলা হল কেন বুঝতে পারছি না। সেনাদের ওপর আমার কোনও অভিযোগ নেই, সেনাকে নিয়ে আমি গর্ব করি। কিন্তু বিজেপি সঙ্গে মিলে যদি সেনা এই কাজ করে তাহলে সেটি দেশের জন্য ক্ষতিকর। মুখ্যমন্ত্রী অভিযোগ করেন সেনাকে দিয়ে মঞ্চ খুলিয়েছে বিজেপি।
এর পর মুখ্যমন্ত্রী ওই স্থান থেকেই দাঁড়িয়ে আজ সোমবার থেকে ভাষা আন্দোলনের ডাক দেন। দুপুর ২ টো থেকে বিকেল ৪ টে পর্যন্ত প্রতিবাদ মিছিলের ডাক দেয় তৃণমূল। এদিকে এই ইস্যুতে আজ উত্তপ্ত হয় বিধানসভা। বিধানসভায় বিশেষ অধিবেশনে ‘ভাষা আন্দোলন’ নিয়ে আলোচনা। বিজেপি শাসিত রাজ্যগুলিতে পরিযায়ী শ্রমিকদের হেনস্থার নিয়েও আলোচনা হয়। সোমবারই বিধানসভায় এই সংক্রান্ত প্রস্তাব পেশ করেন পরিষদীয় মন্ত্রী। এর পরেই বিধানসভায় বাইরে তুমুল বিক্ষোভ দেখাতে থাকেন বিজেপিরা।
দেখুন আরও খবর-