কলকাতা: সোমবার আলিপুর বার অ্যাসোসিয়েশনের(Alipore Bar Association) নির্বাচনে ফলাফল ঘোষণার জট কাটল(Alipore Bar Association-Calcutta High Court)। কলকাতা হাইকোর্টের(Calcutta High Court) নির্দেশে ফলাফল ঘোষণার উপরে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ ছিল। বিচারপতি রাজাশেখর মান্থার নির্দেশ, কাউন্টিং রুমে সিসিটিভি ক্যামেরা বসাতে হবে।
বিচারপতি মান্থার আরও নির্দেশ, ভবিষ্যতে আলিপুর বার অ্যাসোসিয়েশনের নির্বাচনে পোলিং বুথের বাইরে এবং ভিতরে সিসিটিভি ক্যামেরা বসাতে হবে। এছাড়া গণনা কেন্দ্রের ভিতরেও সিসিটিভি ক্যামেরা থাকবে। নির্বাচনের একমাস আগে ভোটার তালিকা পেশ করতে হবে। ভোটের দিন ভোটার তালিকার বাইরে কোনও আইনজীবী ওই ভোট কেন্দ্রে প্রবেশ করতে পারবেন না।
আলিপুর বার অ্যাসোসিয়েশনের নির্বাচন নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করা হয়। বিচারপতি রাজাশেখর মান্থার নির্দেশ ছিল, আলিপুর জেলা জজকে ভোট কেন্দ্রের ভিতরে এবং বাইরে সিসিটিভি ক্যামেরা বসিয়ে ভোট করতে হবে।
আইনজীবী সুবীর সান্যালের দাবি, কলকাতা হাইকোর্টের নির্দেশ সত্ত্বেও জেলা জজ ভোট কেন্দ্রের ভিতরে সিসিটিভি ক্যামেরা লাগানোর ব্যবস্থা করেননি, যা আদালত অবমাননার শামিল।
আরও পড়ুন: Rampurhat Violence Calcutta HC: ভাদু খুনেও সিবিআই চেয়ে হাইকোর্টে কংগ্রেস
জেলা জজের তরফে আইনজীবী অমিতেশ বন্দ্যোপাধ্যায় আদালতে দাবি করেন, ভোটের আগের দিন রাত ৮টায় তিনি হাইকোর্টের নির্দেশের কপি পেয়েছেন। সেই সময় ভোটকেন্দ্রের দরজায় তালামারা ছিল। তাই ওই ঘরেই শুধু সিসিটিভি লাগানো যায়নি। ভোটকেন্দ্রের বাইরে সমস্ত জায়গায় সিসিটিভি লাগানো হয়েছিল।
সমস্ত বক্তব্য শোনার পর বিচারপতি মান্থা মামলার নিষ্পত্তি করে জানান, আদালত অবমাননার এই মামলাটি অনেক দেরি করে দায়ের করা হয়েছে। তাই এই মুহূর্তে এই বিষয়ে আদালত কোনও হস্তক্ষেপ করছে না। কারণ ইতিমধ্যে নির্বাচন হয়ে গিয়েছে। আদালতের নির্দেশ, ফলাফল ঘোষণা করা যাবে।