কলকাতা: ভোট পরবর্তী হিংসায় রাজ্যে কতজন খুন হয়েছেন? ক’টা ধর্ষণ বা গণধর্ষণের অভিযোগ দায়ের হয়েছে? সেই সব অভিযোগের নথিপত্র রাজ্যের কাছে চাইল সিবিআই৷ কলকাতা হাইকোর্টের নির্দেশে ভোট পরবর্তী হিংসার তদন্তভার গিয়ে পড়েছে সিবিআইয়ের উপর৷ তার পরই রাজ্য পুলিশের ডিজি বীরেন্দ্রর কাছে ওই সমস্ত এফআইআরের নথিপত্র চাইল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা৷
২ মে বিধানসভা ভোটের ফল প্রকাশের পর রাজ্যের বহু জেলায় রাজনৈতিক কর্মী খুনের ঘটনা সামনে আসতে থাকে৷ বিজেপির অভিযোগ, তৃণমূল সন্ত্রাসে ঘরছাড়া তাদের কর্মীরা৷ বহু জায়গায় তাঁদের খুন করা হয়েছে৷ ঘটেছে ধর্ষণের মতো ঘটনা৷ পাল্টা তৃণমূলও দাবি করেছে, রাজনৈতিক হিংসার বলি হয়েছে তাদের কর্মীরাও৷ কিন্তু জাতীয় মানবাধিকার কমিশন ভোট পরবর্তী হিংসা নিয়ে যে রিপোর্ট হাইকোর্টে জমা দেয় তার সঙ্গে বিজেপির দাবির মিল খুঁজে পাওয়া যায়৷ গত বৃহস্পতিবার কমিশনের রিপোর্টকে মান্যতা দিয়ে কলকাতা হাইকোর্ট ভোট পরবর্তী হিংসার ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দেয়৷
আরও পড়ুন: ত্রিপুরার বিজেপি সরকার আর তালিবান সরকার এক, কটাক্ষ তৃণমূলের
হাইকোর্টের নির্দেশের পরই ভোট পরবর্তী হিংসার তদন্তে ৯৬ জন সদস্যকে নিয়ে চারটি বিশেষ দল গঠন করে সিবিআই৷ তার পরই রাজ্য পুলিশের ডিজির কাছে চিঠি পাঠাল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা৷ ভোট পরবর্তী সময়ে রাজ্যে ঠিক কতগুলি রাজনৈতিক খুন ও ধর্ষণের মতো ঘটনা ঘটেছে সেই সব এফআইআরের নথিপত্র চাওয়া হয়েছে ডিজির কাছে৷ কোন কোন থানা এলাকাতে কার কার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে সেগুলিও বিস্তারিত জানাতে বলা হয়েছে৷ পাশাপাশি পুলিশ অভিযুক্তদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নিয়েছে কিনা সেটাও জানতে চেয়েছে সিবিআই৷