Wednesday, July 3, 2024

Homeকলকাতাছাত্র বিক্ষোভ রুখতে ক্যাম্পাসে বাউন্সার, কলকাতা বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্তে বিতর্ক

ছাত্র বিক্ষোভ রুখতে ক্যাম্পাসে বাউন্সার, কলকাতা বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্তে বিতর্ক

Follow Us :

কলকাতা: ক্যাম্পাসের ভেতর পড়ুয়াদের বিক্ষোভ রুখতে অভিনব ব্যবস্থা নিল কলকাতা বিশ্ববিদ্যালয়৷ নিরাপত্তার স্বার্থে নিয়োগ করা হল বাউন্সার৷ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এই সিদ্ধান্তের পরই ছাত্র ও শিক্ষক মহলে আলোড়ন ছড়িয়ে পড়ে৷ অনেকের মতে, এভাবে ক্যাম্পাসে বাউন্সার নিয়োগ করা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য বিরোধী সিদ্ধান্ত৷ কেউ কেউ জানিয়েছেন, শান্তিশৃঙ্খলা বজায় রাখতে নিরাপত্তাকর্মীর সংখ্যা বাড়ানো হলে আপত্তি কোথায়?

আরও পড়ুন: ভোট পরবর্তী হিংসা নিয়ে রাজ্যকে অতিরিক্ত হলফনামার নির্দেশ আদালতের

কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ুয়াদের বিক্ষোভ নতুন ঘটনা নয়৷ কিছুদিন আগে মাইগ্রেশন সার্টিফিকেট নিতে এসে ক্যাম্পাসে ঢুকে বিক্ষোভ দেখান পড়ুয়ারা৷ নিরাপত্তারক্ষীদের সঙ্গে ধাক্কাধাক্কি ও হাতাহাতিতে ব্যাপক উত্তেজনা ছড়ায়৷ ওই ঘটনায় বিশ্ববিদ্যালয়ের এক নিরাপত্তারক্ষীর হাত ভাঙে বলে অভিযোগ৷ তার পরই বাউন্সার নিয়োগ করা হয় কলকাতা বিশ্ববিদ্যালয়ে৷

বিশ্ববিদ্যালয়ের এই সিদ্ধান্তে দ্বিধাভক্ত পড়ুয়া থেকে শিক্ষক মহল৷ পড়ুয়াদের একটা বড় অংশ এই সিদ্ধান্তকে ‘ঐতিহ্য বিরোধী’ বলে মন্তব্য করে প্রতিবাদ জানিয়েছেন৷ তাঁদের কথায়, বাউন্সার দিয়ে এভাবে ছাত্র বিক্ষোভ আটকানো যাবে না৷

আরও পড়ুন: এখনও আগের মতো হাঁটেন? মমতার খোঁজ নিলেন মোদি

আবার শিক্ষকদের একাংশ জানিয়েছেন, পড়ুয়াদের বিক্ষোভের অধিকার রয়েছে৷ কিন্তু প্রতিবাদ-বিক্ষোভ জানাতে গিয়ে অনেক সময় তাঁরা সীমা লঙ্ঘন করে ফেলেন৷ লাগাতার বিক্ষোভে পঠন-পাঠনের পরিবেশ নষ্ট হয়৷ সবচেয়ে বড় কথা, প্রতিবাদ-বিক্ষোভ সীমা ছাড়িয়ে গেলে বিশ্ববিদ্যালয়ের কর্মীরা নিরাপত্তার অভাব বোধ করেন৷ যদিও এব্যাপারে কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রতিক্রিয়া পাওয়া যায়নি৷

RELATED ARTICLES

Most Popular