বেহালা: শনিবার বিকেলে বেহালায় চণ্ডীতলা মেন রোডের একটি বাড়ি থেকে এক বৃদ্ধার পচাগলা দেহ উদ্ধার করে পুলিশ। বন্ধ ঘরে দরজা ভেঙে ৩২ বছরের এক যুবককেও সংজ্ঞাহীন অবস্থায় উদ্ধার করা হয়। অভিষেক দাস নাম ওই যুবককে বেহালার একটি মানসিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।পুলিশ জানায়, নিহত বৃদ্ধার নাম পুষ্প দাস (৯৫)।তিনি সম্পর্কে অভিষেকের ঠাকুমা।
তদন্তে নেমে পুলিশ জানতে পারে, ওই বৃদ্ধা তাঁর পুত্রবধূ পদ্মা এবং নাতি অভিষেককে নিয়ে থাকতেন। স্থানীয়রা পুলিশকে জনিয়েছে ওই বাড়ি থেকে প্রায় চিৎকার চেঁচামেচি শোনা যেত। অভিষেকের সঙ্গে মায়ের রোজই ঝামেলা হত।বৃহস্পতিবার রাতে মা ছেলের গোলমাল হয়। সেই গোলমাল থামাতে যান পুষ্প দাস।তার আগের মায়ের গায়ে হাত তুলেছিল অভিষেক। ঠাকুমাকেও সে ধাক্কা দেয়।তাতেই পড়ে গিয়ে গুরুতর জখম হন বৃদ্ধা।তাঁর মাথায় আঘাত লাগে।দরজা বন্ধ করে অভিষেক একাধিক ঘুমের ওষুধ খায়। শনিবার বিকেলে পুলিশ খবর পেয়ে দরজা ভেঙে দেখে, পুষ্প দাস রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে আছেন। তাঁর মাথা থেকে রক্ত পড়ে শুকিয়ে গিয়েছে। দেহের বেশ কিছু জায়গায় পচনও ধরেছে। ওই ঘরেরই একটি বিছানায় অচেতন হয়ে পড়েছিল অভিষেক।পুলিশ তাঁকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে।
অভিষেকের মাও ওই ঘটনায় জখম হন বলে পুলিশ জানিয়েছে।তিনি পুলিশকে জানান, ছেলে মানসিক ভাবে সুস্থ নয়। অনেকদিন ধরেই তার চিকিৎসা চলছে। তাকে নিয়মিত ওষুধও খেতে হয়।