কলকাতা: মেট্রো পরিষেবা (Kolkata Metro Service) বিঘ্নিত ৷ দক্ষিণেশ্বরগামী ট্রেনে ব্রেকে যান্ত্রিক সমস্যা ৷ ময়দান স্টেশনে যাত্রীদের ট্রেন থেকে নামিয়ে দেওয়া হয় ৷ রেকটিকে সরিয়ে নেওয়ার পর পরিষেবা স্বাভাবিক হয়েছে৷ ডাউন লাইনে পরিষেবা বিঘ্নিত হয়নি ৷
তবে মেট্রো যাত্রীদের অভিযোগ, পরিষেবা স্বাভাবিক হতে আরও কিছুক্ষণ সময় লাগে৷ সেন্ট্রাল নামবেন বলে বেলগাছিয়া থেকে মেট্রোয় উঠেছিলেন এক তরুণী৷ তাঁর কথায়, রবিবার ১৫ মিনিট অন্তর অন্তর মেট্রো পাওয়া যায়৷ আজ ১৫ মিনিট অপেক্ষা করেও মেট্রো পাইনি৷ একই অভিযোগ আরও এক মেট্রো যাত্রীর৷ রবিবার এমনিতেই ছুটির দিন৷ তাই মেট্রোয় প্রতিদিনের যাত্রী ভিড় কমই থাকে৷ কিন্তু অনেকেই সকালে মেট্রো ধরবেন বলে বিপাকে পড়েন৷ যদিও মেট্রো কর্তৃপক্ষ সূত্রে খবর, সমস্যা মিটিয়ে পরিষেবা কিছুক্ষণের মধ্যে স্বাভাবিক হয়ে যায়৷