skip to content
Wednesday, July 3, 2024

skip to content
HomeCurrent Newsলেক গার্ডেন্সের গলিতে হাঁটু জলে সৌগত, বিজেপি বলছে আহা রে... দেখেও কষ্ট...

লেক গার্ডেন্সের গলিতে হাঁটু জলে সৌগত, বিজেপি বলছে আহা রে… দেখেও কষ্ট হয়

Follow Us :

কলকাতা : তিনি প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ৷ বেশ কয়েক দফার সাংসদ ৷ বর্তমান সাংসদও বটে ৷ দেশের অন্যতম প্রবীন সাংসদ তিনি ৷ তৃণমূল কংগ্রেসের সেই সাংসদ সৌগত রায় দিন কয়েক আগে নিজ এলাকায় জমে থাকা জল পরিদর্শনে পথে নেমেছিলেন ৷ বাড়ি বাড়ি খোঁজ নিচ্ছিলেন ৷ কথা বলছিলেন এলাকার মানুষের সঙ্গে ৷ গত কয়েক দিনের তুমুল বৃষ্টিতে এই প্রবীন সাংসদের বাড়ি-এলাকা জলমগ্ন ৷

এক জন জনপ্রতিনিধি হিসেবেই সে দিন পথে নেমেছিলেন তিনি ৷ তৃণমূল সাংসদের সে দিনের ছবি টিভি-সংবাদ মাধ্যম-সোশ্যাল মিডিয়ায় ভাইরালও হয়েছিল ৷ এবার নেহাতই রাজনীতির কারণে এক জন প্রবীন সাংসদকে সেই বিষয়টি নিয়ে আক্রমণ করে বসলেন বঙ্গ বিজেপির নতুন সভাপতি সুকান্ত মজুমদার ৷ বললেন, “হাঁটু জলে লুঙ্গি পরে ঘুরছেন সৌগত রায়, দেখেও কষ্ট হচ্ছে ৷”

সৌগত রায়ের বাড়ি কলকাতা পুরসভা এলাকার লেক গার্ডেন্সে ৷ তিনি দমদমের সাংসদও বটে ৷ গত কয়েক দিন ধরে নিম্নচাপের জন্য প্রবল বৃষ্টি চলছে কলকাতা এবং বিভিন্ন জেলাতে ৷ একাধিক এলাকা এখনও জলের তালায় ৷ স্বাভাবিক ভাবেই সমস্যায় পড়েছেন বহু মানুষ ৷ আর এক জন জনপ্রতিনিধি হিসেবে সে দিন তাঁদের পাশে থাকার চেষ্টা করেছিলেন সৌগত রায় ৷

আরও পড়ুন – জ্বালানিতে জিএসটি বসাতে আপত্তি তৃণমূলের ! যোগী রাজ্যের বিরোধিতার কথা বেমালুম ভুলে গেলেন সুকান্ত

জমা জলে মানুষের সমস্যার কথা শুনতে কিন্তু কোনও দিনই দেখা যায়নি বিজেপির কোনও সাংসদ-বিধায়ককে ৷ যে কোনও সমস্যায় মানুষের পাশে থাকার কথা বললেও, বাস্তব ক্ষেত্রে অন্য ছবিই দেখা গিয়েছে বার বার ৷ আর এ বার বিরোধিতার জন্য বিরোধিতা করতে দেখা গেল বিজেপি সভাপতিকে ৷

আরও পড়ুন – কয়েকদিন থাকছেন না দিলীপ, প্রিয়াঙ্কা টিবরেওয়ালের প্রচারেও দেখা মিলবে না তাঁর

রাজনীতি নয়, এক জন সাংসদ যে ভাবে প্রতিটি মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেলেন, তার প্রশংসা তো দূরের কথা অকারণে কটূক্তি করতেও ছাড়লেন না বিজেপি সভাপতি ৷ বললেন , “সে দিন লুঙ্গি পরে জমা জলে সৌগত রায়কে দেখে কষ্ট হচ্ছিল ৷” বিজেপি সভাপতির কথা শুনে তৃণমূলের বক্তব্য, সব বিষয় নিয়ে রাজনীতি না করে মানুষের পাশে থাকা উচিত বিজেপি নেতাদের ৷

RELATED ARTICLES

Most Popular