কলকাতা: তৃণমূল বিধায়ক স্বর্ণকমল সাহার বাড়ি ঘিরে বিক্ষোভ দেখালেন এলাকাবাসী। ঘটনায় মঙ্গলবার রাতে এলাকায় উত্তেজনা ছড়ায়। বিশাল পুলিশ বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দীর্ঘ দিন ধরে একাধিক ঘটনায় এলাকাবাসীর ক্ষোভের কারণে ওই ঘটনা ঘটেছে বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে।
অবৈধ জমি লেনদেন, প্রোমোটার (Promoter) রাজের দৌরাত্ম্য, বেআইনি নির্মাণ কাজে মদত দেওয়া সহ একাধিক অভিযোগ রয়েছে স্বর্ণকমল সাহার বিরুদ্ধে। শাসকদলের (Rulling Party) নাম ভাঙিয়ে প্রশাসনিক মদত নিয়ে এলাকার একাধিক মানুষকে ভয় দেখানো এবং মারধর করার অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে। কয়েক দিন আগে কয়েকজনকে মারধর করা হয় বলে অভিযোগ। তারপর থেকে ক্ষোভ বাড়ছিল স্থানীয়দের। যার জেরে মঙ্গলবার রাতে এলাকার বহু মানুষ ঘিরে ফেলেন বিধায়কের বাড়ি। বিধায়ক ওই ঘটনায় বিক্ষোভকারীদের সঙ্গে বচসায় জড়িয় পড়েন। পুলিশ বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রায় ঘণ্টা তিনেক ঘেরাওয়ের পর মাঝরাতে বিক্ষোভ ওঠে।
আরও পড়ুন: Baruipur Incident: ফের শ্যুটআউট রাজ্যে, বারুইপুরে শ্যুটআউটে মৃত ২
ওই ঘটনায় তাঁর বাড়ির এলাকায় রাত থেকে মোতায়েন রয়েছে বিশাল পুলিশ (Police) বাহিনী। বুধবার সকালেও ঘটনায় এলাকায় চাপা উত্তেজনা রয়েছে। ওয়াকিবহাল মহলের বক্তব্য, সাম্প্রতিককালে (Reacent) শাসকদলের বিধায়কের (Mla) বাড়ি ঘিরে বিক্ষোভ, তাও আবার খাস কলকাতার বুকে এমন ঘটনা ঘটেনি। ফলে ওই ঘটনাতে সরগরম হয়েছে রাজ্য রাজনীতি। তবে কেন ঘটল এই ঘটনা? কী বলছেন স্বর্ণকমল সাহা ? বুধবার সকাল পর্যন্ত ওই ঘটনায় এই বিধায়কের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।