Saturday, September 13, 2025
বাঙালি কাউন্টডাউন
Homeবাংলায় এসেও সাংগঠনিক বৈঠক করলেন না অমিত শাহ, আসল কারণ কী? দেখুন...

বাংলায় এসেও সাংগঠনিক বৈঠক করলেন না অমিত শাহ, আসল কারণ কী? দেখুন স্পেশাল রিপোর্ট

ওয়েবডেস্ক-বিধানসভা ভোটকে (2026 Assemble Election) পাখির চোখ করে বাংলায় ঘুরে গেলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। তার কয়েকদিক আগেই ‘অপারেশন সিঁদুর’কে (Operation Sindur) শিখণ্ডি করে বাংলায় এসে আলিপুরদুয়ারে সভা করেন প্রধানমন্ত্রী। আর সেখান থেকেই শাসকদলকে তুলোধনা করেন তিনি। এবার প্রধানমন্ত্রীর সুরে বাংলার শাসক দলকে বেঁধেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেইসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা শাহী হুঙ্কার দেন, আপনার দিন শেষ হয়ে গিয়েছে। ২০২৬ এ সরকার গড়বে বিজেপি।

কিন্তু বাংলায় এসে সাংগঠিক বৈঠক করলেন না স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কোর কমিটির বৈঠক কেন হল না, সেই প্রশ্ন উঠেছে দলের মধ্যে। সাধারণর শাহ বঙ্গে এসে রিভিউ বৈঠক করে থাকেন। কিন্তু এবার বৈঠক হল না, দলের ভিতরেই শুরু হয়েছে গুঞ্জন।

আরও পড়ুন- বিরাট চমক! ইসকনের রথে সুখোই যুদ্ধ বিমানের চাকা

প্রসঙ্গত, রাজনৈতিক বিশ্লেষকদের অভিমত বাংলায় বঙ্গ বিজেপির মধ্যে গোষ্ঠী কোন্দল থেকে সাংগঠনিক দুর্বলতার কথা কারুর অজানা নয়। দিল্লির বিজেপি নেতৃত্বও সেকথা ভালো করে জানে। রবিবার অমিত শাহের সভাতেও সেই সংগঠনকে জোড়াতালি দিতে দেখা গেছে বিজেপি নেতাদের।

সভা থেকে দলের নেতা-কর্মীদের উদ্দেশে অমিত শাহকে বলতে শোনা যায়, দিনরাত এক করে একজোট হয়ে কাজ করতে হবে। প্রতিটা ভোটদাতার কাছে বিজেপির বার্তা পৌঁছে দিতে হবে। অমিত শাহ বলেন, আমি ২০১৭ সালে বলেছিলাম, আমাদের সরকার তৈরি হবে এখানে। ২০২৬ সাল প্রতিটি ভোটারের কাছে পৌঁছে যান। সকলের কাছে নরেন্দ্র মোদির বার্তা পৌঁছে দিন। এখানে দেশভক্তদের সরকার গড়ে উঠবে, তোষণের নয়। সেইসঙ্গে অমিত শাহ বলেন, বাংলার নির্বাচন খুব গুরুত্বপূর্ণ।

দেখুন আরও খবর-

Read More

Latest News