Tuesday, July 1, 2025
HomeদেশOdisha Train Accident | ওড়িশায় ফের রেল দুর্ঘটনা, লাইনচ্যুত মালগাড়ির ৫টি বগি

Odisha Train Accident | ওড়িশায় ফের রেল দুর্ঘটনা, লাইনচ্যুত মালগাড়ির ৫টি বগি

Follow Us :

বালেশ্বর: বালেশ্বরের আতঙ্কের মধ্যেই ফের ওড়িশায় (Odisha) ট্রেন দুর্ঘটনা (Train Accident), লাইনচ্যুত একাধিক বগি। সোমবার সকালে ওড়িশার বারগড় জেলায় মেন্ধাপলি স্টেশনে লাইনচ্যুত হয়েছে একটি মালগাড়ির (Goods Train) পাঁচটি বগি। যাত্রীবাহী ট্রেন না হওয়ায় কোনও হতাহতের খবর মেলেনি। খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছে স্থানীয় পুলিশ। কী ভাবে এই মালগাড়ি লাইনচ্যুত হল তা খতিয়ে দেখা হচ্ছে।

রেল সূত্রে জানা গিয়েছে, সোমবার সকালে ওডিশার বারগড় জেলায় মেন্ধাপলি স্টেশনে দুর্ঘটনার কবলে পড়ে একটি মালগাড়ি। ইস্ট কোস্ট রেলওয়ের মুখপাত্রের তরফে জানানো হয়েছে, চুনাপাথর বোঝাই এই দুর্ঘটনাগ্রস্ত মালগাড়িটি একটি সংকীর্ণ রুট দিয়ে খনি এলাকা থেকে সিমেন্ট ফ্যাক্টরির পথে যাচ্ছিল। বারগড় জেলায় মেন্ধাপলি স্টেশনের কাছে লাইনচ্যুত হয় মালগাড়িটি। তবে এই রেললাইন ভারতীয় রেলের আওতায় পড়ে না। বেসরকারি সিমেন্ট সংস্থার তরফে এই নিয়ে বিস্তারিত ব্যাখ্যা দেওয়া সম্ভব। যেহেতু এই সংকীর্ণ রেললাইন, রোলিং স্টক, ইঞ্জিন, ওয়াগন এবং ট্রেন ট্র্যাক পুরোটাই সিমেন্ট সংস্থার নিয়ন্ত্রণাধীন। এখানে ভারতীয় রেলের কোনও ভূমিকা নেই। ওডিশার বারগড় জেলায় দুঙরি চুনাপাথরের খনি এবং এসিসি সিমেন্ট প্ল্যান্টের মাঝে রয়েছে এই সংকীর্ণ রেললাইন।

ওড়িশার (Odisha) বালেশ্বরে করমণ্ডল এক্সপ্রেসের দুর্ঘটনা (Coromandel Express Accident) দেশকে একেবারে গোড়া থেকে নাড়িয়ে দিয়েছে। চেন্নাইগামী করমণ্ডল এক্সপ্রেস লুপ লাইনে ঢুকে পড়ায়, সেই লাইনে দাঁড়িয়ে থাকা মালগাড়ির সঙ্গে সংঘর্ষ হয়। সংঘর্ষের অভিঘাত এতটাই বেশি ছিল যে মালগাড়ির উপরে উঠে যায় করমণ্ডল এক্সপ্রেসের ইঞ্জিন ও কয়েকটি কামরা। লাইনচ্যুত হওয়া কামরাগুলির সঙ্গে আবার ধাক্কা লাগে ডাউন যশবন্তপুর এক্সপ্রেসের। মর্মান্তিক এই দুর্ঘটনায় কমপক্ষে ২৭৫ জনের মৃত্য়ু হয়েছে। আহত ৭০০-রও বেশি। দুর্ঘটনার রাত থেকে পরদিন, গোটা সময়টাই ব্যয় হয়েছিল উদ্ধারকাজে। শনিবার রাতেই রেলের তরফে জানানো হয়, উদ্ধারকাজ শেষ হয়েছে, এবার লাইন সারাইয়ের কাজ শুরু হবে। রবিবার সকাল থেকেই পুরোদমে সেই কাজ শুরু হয়। রাতারাতি ২৪ ঘণ্টারও কম সময়ে বালেশ্বরের বাহানগাতে পাতা হয় নতুন রেললাইন। 

আরও পড়ুন:Odisha Train Accident | রেল দুর্ঘটনার তদন্ত করা সিবিআইয়ের কাজ নয়, মোদিকে পত্রবাণ খাড়্গের

ধ্বংসস্তূপ সরিয়ে ৫১ ঘণ্টা পর পর ওডিশা বাহানাগা স্টেশনে রেল চলাচল স্বাভাবিক হয়েছে। রবিবার রাত ১২টা বেজে ৫ মিনিট নাগাদ ওই স্টেশন থেকে আপ এবং ডাউন লাইনে তিনটি মালগাড়ি চালানো হয়। সোমবার সকাল থেকে ওই লাইনে যাত্রীবাহী রেল চলাচলও শুরু হয়।শালিমার ও ডাউন পুরুষোত্তম এক্সপ্রেস বাগানগার ওই নতুন লাইনের উপর দিয়ে গিয়েছে। ট্রেন যাতায়াতের সময়ে দেখা যায়, লাইনের পাশেই দাঁড়িয়ে রয়েছেন কর্মীরা, যারা বিগত দুইদিন ধরে অক্লান্ত পরিশ্রম করে এই লাইনের সংস্কার ও নতুন লাইন পেতেছেন। পাশেই ফাঁকা জমিতে এখনও পড়ে রয়েছে দুর্ঘটনাগ্রস্ত করমণ্ডল এক্সপ্রেসের দুমড়ে-মুচড়ে যাওয়া কামরাগুলি। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, সম্পূর্ণ পরিষেবা স্বাভাবিক হবে মঙ্গলবার রাত কিংবা বুধবার সকালের মধ্যে। ইতিমধ্যেই বালেশ্বরের এই বিপর্যয়ে সিবিআই তদন্তের সুপারিশ জানিয়েছে রেল বোর্ড। 

 

RELATED ARTICLES

Most Popular

Video thumbnail
বাংলা বলছে (Bangla Bolche) | কোথায় নারী নিরাপত্তা?
00:00
Video thumbnail
Uttar Pradesh | BJP | ডবল ইঞ্জিনের রাজ্যে, হাসপাতালে খু/ন নার্সিং ছাত্রী
00:00
Video thumbnail
Iran-Israel | যু/দ্ধের জন্য ফের প্রস্তুত ইরান, প্রযুক্তি জেনে ভ/য়ে কাঁপছে আমেরিকা-ইজরায়েল
00:00
Video thumbnail
Zohran Mamdani | ডেটিং অ্যাপ থেকে পরিচয়, তারপর পরিণয়, কে এই মামদানি স্ত্রী রামা?
00:00
Video thumbnail
Russia | Ukraine | রাশিয়ার আকাশে ইউক্রেনের ড্রোন, আবার কি যু/দ্ধ শুরু?
00:00
Video thumbnail
India-Pakistan | ভারত-পাক বন্দি বিনিময়ে বড় সিদ্ধান্ত, দেখুন এই ভিডিও
00:00
Video thumbnail
SSC | Highcourt | ৩২ হাজার চাকরি বাতিল মামলায় বড় প্রশ্ন হাইকোর্টের বিচারপতির, কী বললেন শুনুন
00:00
Video thumbnail
Udayan Guha | উদয়নের বি/স্ফো/রক মন্তব্য, তুলকালাম মালদার চাঁচল
02:13
Video thumbnail
Aajke | মমতার ম্যাজিকে এখন, যুক্তি মেনে নিল কমিশন
00:45
Video thumbnail
Aajke | কাগজ নেই যার, দেশের মানুষ নয় আর?
00:55

Deprecated: Automatic conversion of false to array is deprecated in /var/www/ktv/wp-content/themes/techinfer-child/functions.php on line 39