Saturday, September 13, 2025
বাঙালি কাউন্টডাউন
Homeইরানে কাজে গিয়ে নিখোঁজ বিহারের ইঞ্জিনিয়ার, ফোন সুইচ অফ

ইরানে কাজে গিয়ে নিখোঁজ বিহারের ইঞ্জিনিয়ার, ফোন সুইচ অফ

ওয়েবডেস্ক- ইরানে (Iran) কাজ করতে গিয়ে নিখোঁজ বিহারের (Bihar) ইঞ্জিনিয়ার (Engineer)  । ভারত সরকারের (Indian Government) কাছে সাহায্যের আবেদন পরিবারের। বিহারের সিওয়ানের জেলা ম্যাজিস্ট্রেট আদিত্য প্রকাশের কাছে লিখিত আবেদন জমা দিয়েছে নিখোঁজ ইঞ্জিনিয়ারের পরিবার। ইরান-ইজরায়েল চলা যুদ্ধের আবহের ইঞ্জিনিয়ারের খোঁজ না পেয়ে উদ্বিগ্ন তার পরিয়ার। ২৫ বছর বয়সী ওই ইঞ্জিনিয়ারের নাম সিরাজ আলি আনসারি। মুফাসিল থানা এলাকার রামাপালি গ্রামে বাড়ি। তিনি একটি পেট্রোলিয়াম কোম্পানিতে কোয়ালিটি কন্ট্রোল ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত ছিলেন।  জুনের ১৭ তারিখ থেকে সিরাজের কোনও খোঁজ পায়নি পরিবার।

ছেলের দেশে ফিরিয়ে আনার জন্য কাতর অনুরোধ সিরাজের পরিবারের। বাবা হজরত আলি জানিয়েছেন, সিরাজ সৌদি আরব থেকে ৯ জুন ইরানে পৌঁছায়। ছেলের সঙ্গে শেষ কথা হয়েছে ১৭ জুন দুপুরে। তার পর থেকে আর ছেলের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না। ফোন সুইচ অফ।

আরও পড়ুন- হরমুজ প্রণালী বন্ধ হলে গোটা বিশ্বেই নেমে আসবে সঙ্কট! কী করবে ভারত?

হজরত আলি আরও জানান, আমরা যখন শেষবার কথা বলেছিলাম, তখন সে আমাকে বলেছিল যে সে নিরাপদ স্থানে আছে, কিন্তু সে যেখানে থাকত সেখান থেকে মাত্র এক কিলোমিটার দূরে বোমা হামলা হয়েছিল। আমরা খুব উদ্বিগ্ন।  বিদেশ মন্ত্রক এবং ভারত সরকারের জরুরি হস্তক্ষেপের অনুরোধ জানিয়েছেন তিনি। হজরত আলি আরও জানান, সিরাজ অবিবাহিত, দুই ভাইয়ের মধ্যে বড়, এক ছোট বোন আছে।

উল্লেখ্য, ইরান থেকে ভারতীয়দের ফিরিয়ে আনার জন্য অপারেশন সিন্ধু অভিযান অব্যাহত রয়েছে। রবিবার সন্ধ্যায় ২৮৫ জন একটি নিরাপদে দেশে ফেরেন। ইরান থেকে সরিয়ে নেওয়া মোট ভারতীয়ের সংখ্যা ১,৭১৩ এ পৌঁছেছে।

দেখুন আরও খবর-

 

Read More

Latest News