Wednesday, July 2, 2025
Homeরাজনীতিকাবুলে রুশ দূতাবাসের সামনে বিস্ফোরণ, বহু হতাহতের আশঙ্কা

কাবুলে রুশ দূতাবাসের সামনে বিস্ফোরণ, বহু হতাহতের আশঙ্কা

Follow Us :

কাবুলে ফের ভয়াবহ বিস্ফোরণ। দারুল আমন রোডে রুশ দূতাবাসের বাইরে এই বিস্ফোরণ ঘটে। ওই সময় বহু আফগান নাগরিক ভিসা সংক্রান্ত কাগজপত্রের জন্য দূতাবাসের বাইরে অপেক্ষা করছিলেন। কেউ কেউ আবার রুশ দূতাবাসের কর্মীদের সঙ্গে কথাবার্তায়ও ব্যস্ত ছিলেন। আচমকাই তীব্র শব্দে বিস্ফোরণ হয়। বহু হতাহতের আশঙ্কা করছে স্থানীয় প্রশাসন। মুহূর্তের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। অনেককে রক্তাক্ত অবস্থায় ছোটাছুটি করতে দেখা যায়। অনেকে রক্তাক্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। তালিবান প্রশাসন বিস্তারিত কিছু এখনও জানাতে পারেনি।

প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, রুশ দূতাবাসের কয়েকজন কর্মী এবং অফিসারকেও মাটিতে লুটিয়ে পড়তে দেখা গিয়েছে। ঘটনার আকস্মিকতায় বিহ্বল সাধারণ মানুষ।
তালিবানরা আমেরিকার কব্জায় থাকা আফগানিস্তান দখল করার পরে গত এক বছরে বেশ কয়েকবার কাবুল তথা আফগানিস্তানে বিস্ফোরণ ঘটেছে। তাতে বহু প্রাণহানিও হয়েছে। কয়েক মাস আগেই দু’বার কাবুলে মসজিদে নমাজ চলাকালীন আত্মঘাতী বিস্ফোরণ ঘটে।

RELATED ARTICLES

Most Popular


Deprecated: Automatic conversion of false to array is deprecated in /var/www/ktv/wp-content/themes/techinfer-child/functions.php on line 39