কলকাতা: লালন শেখের মৃত্যুর (Lalan Sheikh Death) ঘটনার তদন্তভার গ্রহণ করল রাজ্যের গোয়েন্দা সংস্থা সিআইডি (CID)। সূত্রের খবর, এদিন রাতেই কাগজপত্র হাতে পাবেন তাঁরা, শুরু হবে তদন্ত। সিআইডি-র হোমিসাইড (Homicide) শাখার ৪ আধিকারিক বীরভূমে (Birbhum) যাচ্ছেন বলে জানা গিয়েছে।
লালনের পরিবারের অভিযোগ, তাঁর জিভ কেটে নেওয়া হয়েছে। এ নিয়ে সিআইডি তদন্তের দাবি তুলেছিলেন তাঁরা। সেই দাবি মেনে নিয়ে জানিয়ে দেওয়া হয়, লালনের মৃত্যুরহস্যের তদন্ত করবে সিআইডি। পাশাপাশি, মামলা চেপে দেওয়ার জন্য তাঁর কাছে সিবিআই ৫০ লক্ষ টাকা চেয়েছিল বলে বিস্ফোরক দাবি করলেন লালন শেখের স্ত্রী রেশমা বিবি। মঙ্গলবার রামপুরহাটে সিবিআইের অস্থায়ী শিবিরের সামনে বিক্ষোভ চলাকালীন রেশমা এই অভিযোগ করেন। তিনি তিন পাতার দীর্ঘ অভিযোগ করেছেন স্থানীয় থানায়।
আরও পড়ুন: Custodial death in Bogtui Case: সিবিআই ৫০ লক্ষ টাকা চায়, দাবি লালনের স্ত্রীর
রেশমার দাবি, সিবিআই অফিসাররা আমার বাড়িতে এসে হার্ড ডিস্কের খোঁজ করেন। তাঁরা বলেন, হয় হার্ড ডিস্ক দে, নয় ৫০ লক্ষ টাকা দে। সব সেটল করে দেব। রেশমা আরও বলেন, ওরা বলেন, তোর ছেলেকেও শেষ করে দেব। আজ বারোটার পর খেলা দেখবি। রেশমার অভিযোগ, তাঁর স্বামীকে মেরে ঝুলিয়ে দেওয়া হয়েছে। পুলিশ তাঁর অভিযোগের ভিত্তিতে ৩০২ ধারায় খুনের মামলা রুজু করে।