Wednesday, October 8, 2025
Homeনতুন চুক্তিতে রোনাল্ডোর আয় বছরে ২০০০ কোটি!

নতুন চুক্তিতে রোনাল্ডোর আয় বছরে ২০০০ কোটি!

স্পোর্টস ডেস্ক: মাসখানেকও হয়নি, সৌদি আরবের (Saudi Arab) ক্লাব আল নাসেরের (Al Nassr) সঙ্গে চুক্তি শেষ হয়েছিল ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর (Cristiano Ronaldo)। জল্পনা উঠেছিল এবার ক্লাব ওই ছেড়ে আমেরিকায় পাড়ি দেবেন তিনি। কিন্তু সেই জল্পনা ভুল প্রমাণ করে আল নাসেরের সঙ্গেই আরও দু’বছরের চুক্তি করলেন সি আর সেভেন (CR7)।

গত দুই মরসুম সৌদি প্রো লিগে (Saudi Pro League) সর্বোচ্চ গোলদাতা হয়েছিলেন পর্তুগিজ মহাতারকা, কিন্তু তাঁর ক্লাব ট্রফি পেতে ব্যর্থ হয়েছে। আমেরিকায় চলতি ফিফা ক্লাব বিশ্বকাপে (FIFA Club World Cup) খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি তারা, অথচ তাদের চির-প্রতিদ্বন্দ্বী আল হিলাল সেই প্রতিযোগিতায় খেলছে।

আরও পড়ুন: ক্রিকেটের নিয়মে পাঁচটি বড় বদল আনল আইসিসি

তবে সেসব ভুলে ২০২৭ সাল পর্যন্ত রোনাল্ডোর সঙ্গে চুক্তি করল আল নাসের। এক আন্তর্জাতিক ক্রীড়া সংবাদমাধ্যমের খবর, নতুন চুক্তিতে বছরে ১৭৮ মিলিয়ন পাউন্ড রোজগার করবেন পাঁচবারের ব্যালন ডো’র জয়ী ফুটবলার। ভারতীয় মুদ্রায় অঙ্কটা প্রায় ২০০০ কোটি টাকা। তবে এই টাকার অঙ্ক শুনেই অবাক হলে ভুল করবেন। কারণ এর সঙ্গে আছে প্রচুর বোনাস। যেমন:-

 

১) নতুন চুক্তিতে স্বাক্ষর করায় পাচ্ছেন ২৪.৫ মিলিয়ন পাউন্ড (২৮৭.৭৫ কোটি টাকা)। পরের বছরে একই কারণে ৩৮ মিলিয়ন পাউন্ড (৪৪৬.৩ কোটি টাকা)।

২) আল নাসের লিগ জিতলে ৮ মিলিয়ন পাউন্ড (৯৪ কোটি টাকা)।

৩) আল নাসের এফসি চ্যাম্পিয়ন্স লিগ জিতলে ৫ মিলিয়ন পাউন্ড (৫৮.৭২ কোটি টাকা)।

৪) সোনার বুট জিতলে ৪ মিলিয়ন পাউন্ড (৪৭ কোটি টাকা)।

৫) আল নাসেরের ১৫ শতাংশ মালিকানা যার মূল্য প্রায় ৩৩ মিলিয়ন পাউন্ড (৩৮৭ কোটি টাকা)।

৬) গোল প্রতি ৮০ হাজার পাউন্ড (৯৩.৯৩ লক্ষ টাকা) যা পরের মরসুমে ২০ শতাংশ বাড়বে।

৭) অ্যাসিস্ট প্রতি ৪০ হাজার পাউন্ড (৪৬.৯৬ লক্ষ টাকা) যা পরের মরসুমে ২০ শতাংশ বাড়বে।

৮) ৬০ মিলিয়ন পাউন্ডের (৭০৪ কোটি) স্পনসরশিপ ডিল।

৯) প্রাইভেট জেট এবং অন্যান্য খরচ বাবদ ৪ মিলিয়ন পাউন্ড (৪৭ কোটি টাকা)।

দেখুন অন্য খবর:

Read More

Latest News