এতো কম সময়ে কি ফিফার ব্যান থেকে বেরিয়ে এসেছে কোনও দেশের ফুটবল সংস্থা? ভারতীয় ফুটবল ফেডারেশনের পক্ষে তা সম্ভব হল, মাত্র ১২ দিনে। এর জন্য কৃতিত্বের দাবিদার ফেডারেশনের কর্তারা মোটেই নন। দাবিদার কেন্দ্রীয় মন্ত্রক এবং মহামান্য শীর্ষ আদালত। ফিফার সংবিধান বিরুদ্ধ ” তৃতীয় পক্ষ” কে এনে যে বিপদ দেখা দিয়েছিল, তা শীর্ষ আদালত আর কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপে দূর হয়ে যায়।
https://twitter.com/IndianFootball/status/1563213728589688839?t=SYo9RCheFRS3h6DVEfWZ2w&s=19
শুক্রবারই দ্য বুরো অফ দ্য ফিফা কাউন্সিল জানিয়ে দিয়েছে, ভারতীয় ফুটবল ফেডারেশনের উপর থেকে এই ব্যান তুলে নেওয়া হল। আপাতত শেষ হল, ফিফা ব্যানের নাটক। ১৪ অগস্ট এই ব্যান শুরু হয়েছিল, ফেডারেশনের দেখাশুনার দায়িত্বও সুপ্রিম কোর্টের নির্দেশে গড়া তিন সদস্যের কমিটির ( তৃতীয় পক্ষ) হাতে ছেড়ে দেওয়ার জন্য।
ফিফার পক্ষ থেকে প্রেস বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, ” ফিফা সরকারী ভাবে জানতে পেরেছে যে ভারতীয় ফুটবলে কমিটি অফ অ্যাডমিনিস্ট্রেটর দের বাতিল করা হয়েছে। ফেডারেশনের হাতেই সংস্থাটি চালানোর দায়িত্ব ফিরিয়ে দেওয়া হয়েছে। রোজকার কাজকর্ম এই সংস্থাই সামলাবে। তাই এই ব্যান তুলে নেওয়া হল।” এই খবর আসতেই ফুটবল মহলে স্বস্তি ফিরে আসে। আসন্ন নির্বাচনে সভাপতি পদের প্রার্থী জাতীয় দলের প্রাক্তন অধিনায়ক বাইচুং ভুটিয়া টুইট করে ( ফিফার প্রেস বিজ্ঞপ্তি সমেত) নিজের স্বস্তি প্রকাশ করেন।
https://twitter.com/bhaichung15/status/1563213705407791105?t=lynLW9nszZ8T5oSIgbLbBA&s=19
যদিও বলা হয়েছে, ফিফা এবং এএফসি পরিস্থিতির দিকে সবসময় খেয়াল রাখবে। সব অবস্থা খতিয়ে দেখবে সারাক্ষণ। সবরকম সহায়তা করবে ভারতীয় ফেডারেশনের সঙ্গে, যাতে সময় মত সংস্থার নির্বাচনটি হয়ে যায়।
https://twitter.com/90ndstoppage/status/1563198607662395392?t=9QHWmvt0eQAfY6bjamyTOQ&s=19
এটাও জানানো হয়েছে, বর্তমান পরিস্থিতিতে এই ব্যান উঠে যাওয়ায় – ১১ থেকে ৩০ অক্টোবর ফিফা অনূর্ধ্ব -১৭ মেয়েদের বিশ্বকাপ ফুটবল আয়োজনে নিয়ে সমস্যা নেই। ভারতেই হবে এই টুর্নামেন্ট।
আরও একবার ফিরে দেখা যাক – কেন ভারতীয় ফুটবল ফেডারশনকে ব্যান করেছিল ফিফা?
‘তৃতীয় পক্ষের’ ফেডারেশনের দায়িত্বে চলে আসার জন্য সর্বভারতীয় ফুটবল ফেডারেশনকে নির্বাসনে পাঠিয়েছিল বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা ফিফা। সঙ্গে সঙ্গে এই বছর ( আর দুই মাস পর) অক্টোবর অনূর্ধ্ব-১৭ মহিলা বিশ্বকাপ আয়োজনের দায়িত্বও কেড়ে নেওয়া হয়েছিল। তবে ফেডারেশনের উপর যে এমন ব্যানের খাঁড়া ঝুলছে, তা আগেই জানিয়ে রেখেছিল ফিফা।
https://twitter.com/IFTWC/status/1563383217373478912?t=Z_zkQ4uTkN1egZHuG0W7Lg&s=19
সেই পরিস্থিতিতে জরুরি ভিত্তিতে সুপ্রিম কোর্টে এআইএফএফ মামলার শুনানি হয় কেন্দ্রীয় মন্ত্রকের হস্তক্ষেপে । ২২ অগস্ট জাতীয় ফুটবল ফেডারেশনের (এআইএফএফ) প্রশাসক কমিটিকে বাতিল ঘোষণা করে সুপ্রিম কোর্ট। যা শীর্ষ আদালতই ফেডারেশনের দৈনন্দিন কাজকর্ম পরিচালনার জন্য গড়ে দিয়েছিলেন ।
সেই রায়ের পরদিনই ফিফার কাছে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার আর্জি জানায় ফেডারেশন । তারইমধ্যে নির্বাচনেরও প্রস্তুতি শুরু হয়। নির্বাচনের দিন ঘোষণা করে দিয়েছেন রিটার্নিং অফিসার উমেশ সিনহা। নির্বাচন হবে ২ সেপ্টেম্বর। আজ, ২৭ অগস্ট পর্যন্ত মনোনয়ন জমা দেওয়া যাবে। মনোনয়ন প্রত্যাহারের শেষদিন ২৯ অগস্ট। ৩০ অগস্ট ফেডারেশনের ওয়েবসাইটে প্রার্থীদের তালিকা জানানো হবে। ২ সেপ্টেম্বর নয়াদিল্লিতে এআইএফএফের সদর দপ্তরে অনুষ্ঠিত হবে নির্বাচন। সেদিন অথবা পরের দিন ফলাফল প্রকাশ করা হবে।
ছবি: সৌ টুইটার।