Wednesday, October 8, 2025
spot_img
Homeশেষ ষোলোয় পিএসজির মুখোমুখি মেসির মায়ামি

শেষ ষোলোয় পিএসজির মুখোমুখি মেসির মায়ামি

স্পোর্টস ডেস্ক: ফিফা ক্লাব বিশ্বকাপের (FIFA Club World Cup) গ্রুপ পর্বের খেলা শেষ। প্রি-কোয়ার্টার ফাইনালে উঠেছে ১৬টি দল। গ্রুপ লিগে একাধিক অঘটন ঘটলেও শেষ পর্যন্ত প্রায় সব নামী দলই নক আউটে উঠেছে। একমাত্র স্পেনের অ্যাতলেটিকো মাদ্রিদ (Atletico Madrid) ছিটকে গিয়েছে। এছাড়া রিয়াল মাদ্রিদ, ম্যাঞ্চেস্টার সিটি, বায়ার্ন মিউনিখ, প্যারিস সাঁ জারমাঁ, চেলসি, বেনফিকা, সবাই শেষ ষোলোয় উঠেছে।

লিওনেল মেসির (Lionel Messi) ইন্টার মায়ামি (Inter Miami) আন্ডারডগ হিসেবে শেষ ষোলোয় জায়গা করে নিয়েছে। তবে তারা মুখোমুখি হয়েছে এবারের উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ চ্যাম্পিয়ন পিএসজির (PSG)। অর্থাৎ প্রাক্তন ক্লাবের বিরুদ্ধে খেলতে হবে মেসিকে। শেষ ষোলোয় এই ম্যাচ ছাড়াও নজর থাকবে রিয়াল মাদ্রিদ বনাম জুভেন্তাস ম্যাচে। ম্যান সিটি খেলবে সৌদি আরবের আল হিলালের বিরুদ্ধে। বেনফিকা বনাম চেলসি ম্যাচও জমে উঠবে।

আরও পড়ুন: নতুন চুক্তিতে রোনাল্ডোর আয় বছরে ২০০০ কোটি!

এক নজরে ফিফা ক্লাব বিশ্বকাপের সূচি:

পামেইরাস বনাম বোতাফোগো

বেনফিকা বনাম চেলসি

পিএসজি বনাম ইন্টার মায়ামি

ফ্ল্যামেঙ্গো বনাম বায়ার্ন মিউনিখ

ইন্টার মিলান ফ্লুমিনেন্স

ম্যান সিটি বনাম আল হিলাল

রিয়াল মাদ্রিদ বনাম জুভেন্তাস

বরুসিয়া ডর্টমুন্ড বনাম মন্টেরি

দেখুন অন্য খবর:

Read More

Latest News