কলকাতা টিভি ওয়েব ডেস্ক: ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন জয়ী হলেন আস্থা ভোটে। সোমবার বিধানসভায় ৮১টি ভোটের মধ্যে ৪৮টি ভোট পেয়েছেন সোরেন। আস্থা ভোটে তাঁর ভাষণের পরেই ব্যর্থ মনোরথ হয়ে বিজেপি বিধায়করা স্লোগান দিতে দিতে কক্ষত্যাগ করেন। আস্থা ভোটের পরেই বিধানসভার স্পিকার অনির্দিষ্টকালের জন্য সভা মুলতুবি করে দেন। এদিন আস্থা ভোটকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তাপ ছিল চড়া। সভাকক্ষে বিজেপি বিধায়করা তুমুল হই হট্টগোল করেন। তার মধ্যেই তাঁর ভাষণে গেরুয়া শিবিরকে তুলোধনা করেন।
এদিন সকাল সওয়া ১১টা নাগাদ ইউপিএর বিধায়কদের নিয়ে বিধানসভায় চলে আসেন তিনি। রাজ্যে উদ্ভূত পরিস্থিতিকে বিজেপির পাতা রাজনৈতিক ফাঁদ বলে ব্যাখ্যা করেন সোরেন। বলেন, বিজেপি শুধুমাত্র ক্ষমতা চায়। উন্নয়নের সঙ্গে তাদের কোনও সম্পর্ক নেই। এর আগেই বিধানসভায় শরিক বিধায়কদের নিয়ে একটি বৈঠক করেন সোরেন। প্রসঙ্গত, রবিবার রাতেই রাইপুরের রিসর্ট থেকে ইউপিএর বিধায়করা এদিনের আস্থা ভোটের জন্য রাঁচি ফিরে আসেন।
আরও পড়ুন: Britain: ব্রিটেনের সম্ভাব্য নতুন প্রধানমন্ত্রী লিজ ট্রাস, সোমবার ফল ঘোষণা
হেমন্ত সোরেনের আরও অভিযোগ, ক্ষমতা দখলের জন্য বিজেপি বিধায়ক কেনাবেচার খেলায় নেমেছে। আস্থা ভোটের ভাষণে তিনি আরও বলেন, দেশে গৃহযুদ্ধের পরিস্থিতি তৈরি করে রেখেছে বিজেপি। নির্বাচনে জিততে দাঙ্গায় মদত দিচ্ছে। সোরেন বলেন, আমি আন্দোলনকারীর ছেলে। আমাকে ভয় দেখানো যাবে না।