হায়দরাবাদ: একটা দল লিগ টেবিলে আট নম্বরে আছে, আর একটা নয়ে। অবশ্য দুই দলেরই পয়েন্ট ৬। তবে রান রেট কলকাতা নাইট রাইডার্সের (KKR) রান রেট সামান্য ভালো হওয়ায় তারা আটে আর সানরাইজার্স হায়দরাবাদ (SRH) নয়ে। প্লে অফে যাওয়ার আশা কারওরই নেই বললেই চলে। সমীকরণ সহজ, সব ম্যাচ জিততে হবে। এছাড়া কোনও রাস্তা নেই। আজ হার মানেই কেকেআরের এবারের মতো আইপিএল অভিযান শেষ। বাকি ম্যাচ খেলতে হবে নিয়মরক্ষার জন্য।
কেকেআরের জন্য আজকের ম্যাচে একটা বাড়তি মোটিভেশন আছে। ইডেন গার্ডেন্সে (Eden Gardens) এসে কলকাতাকে হারিয়ে দিয়ে গিয়েছিল হায়দরাবাদ। সে ম্যাচে নাইট শিবিরের বোলারদের বেধড়ক ঠেঙিয়েছিলেন ইংলিশ ব্যাটার হ্যারি ব্রুক (Harry Brook)। ৫৫ বলে অপরাজিত ১০০ করেছিলেন তিনি। প্রথমে ব্যাট করে এসআরএইচ করেছিল ২২৮। কেকেআর ব্যাটাররা লড়েছিল, তা সত্ত্বেও হার হয় ২৩ রানে। অধিনায়ক নীতীশ রানা (Nitish Rana) ৪১ বলে ৭৫ করেন এবং রিঙ্কু সিং (Rinku Singh) ৩১ বলে অপরাজিত ৫৮। বোলাররা রানটা ২০০-র মধ্যে রাখতে পারলে খেলার ফলাফল অন্যরকম হতে পারত।
আরও পড়ুন: Gautam Gambhir | ‘পলাতক আবার আদালত চালাচ্ছে!’ এবার নামী সাংবাদিককে আক্রমণ গম্ভীরের
কেকেআরের পক্ষে আজ সুখবর, সুস্থ হয়ে উঠেছেন জেসন রয় (Jason Roy)। টুর্নামেন্টের মাঝপথে এসে ভালোই ফিট করে গিয়েছিলেন। বিস্ফোরক ব্যাটিংও দেখাচ্ছিলেন। গুজরাত ম্যাচের আগে চোট পেয়ে যান। তাঁর জায়গায় অবশ্য দুরন্ত ইনিংস খেলেন আফগান তরুণ প্রতিভা রহমানুল্লাহ গুরবাজ (Rahmanullah Gurbaz)। আজ হয়তো দুজনকেই খেলানো হতে পারে। তা হলে বাদ যেতে পারেন ডেভিড উইসা। কারণ বাকি দুই বিদেশি হিসেবে সুনীল নারিন (Sunil Narine) এবং আন্দ্রে রাসেল (Andre Russell) খেলবেনই। সেক্ষেত্রে নাইটদের পেস অ্যাটাক হবে সম্পূর্ণ দেশি। উমেশ যাদব, শার্দূল ঠাকুর, হর্ষিত রানা এই তিনজনেই খেলতে পারেন। পেস বোলার হিসেবে রাসেল তো আছেনই।
নাইটদের সমস্যা পাওয়ার প্লে, ব্যাটিং বোলিং দুই ক্ষেত্রেই। পাওয়ার প্লে-তে যথেষ্ট রান করতে পারছেন না শুরুর দিকের ব্যাটাররা ফলে পরে চাপ পড়ে যাচ্ছে। একইভাবে পাওয়ার প্লেতে প্রচুর রান দিয়ে ফেলছেন বোলাররা, পরের দিকে ম্যানেজ করা কঠিন হয়ে যাচ্ছে। উমেশ যাদবকে এই মরশুমে পাতে দেওয়া যাচ্ছে না। মিস্ট্রি স্পিনাররাও একদিন ভালো বল করছেন তো পরের দিন তুমুল মার খাচ্ছেন। এই সমস্ত বিপত্তি কাটিয়ে আজ কেকেআর জয়ের সরণিতে ফিরতে পারে কি না সেটাই দেখার।