কুলু (হিমাচল প্রদেশ): বৃহস্পতিবার সকালে ভারী বর্ষণে শৈলশহর কুলুতে ব্যাপক ভূমিধস। পাহাড়ের একাংশ ধসে অগুনতি ঘরবাড়ি ভেঙে চাপা পড়ে গিয়েছে। অসংখ্য মানুষ ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। মোবাইলে তোলা ধসের যে ছবি দেখা গিয়েছে, তাতে বেশকিছু বহুতল পর্যন্ত তাসের ঘরের মতো ধসে গিয়েছে। জরুরিকালীন উদ্ধারকাজ শুরু হয়েছে। এনডিআরএফ, এসডিআরএফ উদ্ধারের কাজে নেমে পড়েছে।
হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু এক্স-বার্তায় লিখেছেন, কুলুর আন্নি এলাকা থেকে ভয়ঙ্কর এক দৃশ্য এসেছে। বেশ কিছু বাণিজ্যিক বাড়ি খড়কুটোর মতো ধসে পড়ছে। রাজ্য সরকার সাফল্যের সঙ্গে আগাম সতর্ক করে দেওয়ায় এবং বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নেয় প্রাণহানি তেমন কিছু ঘটেনি বলেই অনুমান, দাবি মুখ্যমন্ত্রীর।
Disturbing visuals emerge from Anni, Kullu, depicting a massive commercial building collapsing amidst a devastating landslide.
It’s noteworthy that the administration had identified the risk and successfully evacuated the building two days prior. pic.twitter.com/cGAf0pPtGd
— Sukhvinder Singh Sukhu (@SukhuSukhvinder) August 24, 2023
রাজ্যের পদস্থ এক পুলিশ কর্তাও জানান, আগাম ব্যবস্থা নিয়ে রাখায় কেউ মারা যাননি। ওই এলাকা থেকে বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। যাতে আর কোনও দুর্ঘটনা না ঘটে। এদিনও লাগাতার বৃষ্টিতে কুলু-মান্ডি হাইওয়ে স্তব্ধ হয়ে পড়েছে। যোগাযোগ ব্যবস্থা প্রায় অচল হয়ে রয়েছে।