skip to content
Sunday, July 7, 2024

skip to content
HomeদেশNetaji hologram: আঁধার নেতাজির হলোগ্রাম, বির্তকের জবাব দিল মোদি সরকার  

Netaji hologram: আঁধার নেতাজির হলোগ্রাম, বির্তকের জবাব দিল মোদি সরকার  

Follow Us :

কলকাতা টিভি ওয়েব ডেস্ক: ইন্ডিয়া গেটে নেতাজির হলোগ্রাম (Netaji hologram) অন্ধকার (Netaji hologram switched off) হয়ে যাওয়া বিতর্কে জবাব দিল কেন্দ্র। কেন্দ্রের সংস্কৃতি মন্ত্রকের সূত্রের দাবি, নয়া দিল্লিতে খারাপ আবহাওয়ার কারণেই নেতাজির হলোগ্রামের (Hologram of Netaji Subhas Chandra Bose) আলো নিভিয়ে দেওয়া  হয়।

বৃহস্পতিবার ইন্ডিয়া গেটে নেতাজির হলোগ্রাম নিয়ে বিতর্ক তুঙ্গে ওঠে। সন্ধের পর দেখা যায় নেতাজির হলোগ্রাম আলো জ্বলছে না। ইন্ডিয়া গেটের ক্যানাওপিতে নেতাজির যে হলোগ্রামটা তৈরি করা হয়েছে তাঁর সামনে গিয়ে বিক্ষোভ দেখান তৃণমুলের সাংসদরা (Trinamool Congress MP)। সৌগত রায়, জহর সরকারের মতো সাংসদরা হাতে প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ দেখান। সাংসদ দের প্ল্যাকার্ডে লেখা ছিল ‘Don’t black out Netaji’ নেতাজিকে অন্ধকারে রাখবেন না। আরও একটি প্ল্যাকার্ডে লেখা ছিল, আলো জ্বালান। প্লিজ আলো জ্বালিয়ে দিন।

তৃণমূল সাংসদদের এই বিক্ষোভের পরেও নেতাজির এই হলোগ্রামে কেন আলো জ্বালানো নেই, তা নিয়েই বিতর্ক শুরু হয়। শুক্রবার তা নিয়ে জবাব দেন কেন্দ্রের সংস্কৃতি মন্ত্রক।

তৃণমূল সাংসদদের অভিযোগ, সাড়ম্বরে নেতাজির হলোগ্রাম মূর্তি উদ্বোধনের পরে অন্ধকারে রাখা হচ্ছে। এর থেকে অপমানজনক কিছু হতে পারে না। এই ঘটনায়ও তৃণমূল সাংসদরা নেতাজি ‘অন্তর্ধান রহস্য’ দেখতে পাচ্ছেন বলে দাবি করেন তাঁরা।

আরও পড়ুন  Netaji Statue: অন্ধকারে ঢাকল ইন্ডিয়া গেটের নেতাজির হলোগ্রাম মূর্তি, প্রতিবাদে তৃণমূল সাংসদরা

সংবাদ সংস্থা এএনআই সংস্কৃতি মন্ত্রকের একটি সূত্রকে কোট করেছে। সংস্কৃতি মন্ত্রকের দাবি, ‘নেতাজিকে নিয়ে রাজনীতির কোনও প্রশ্নই ওঠে না। আবহাওয়া অত্যন্ত খারাপ থাকার কারণেই হলোগ্রামের আলো নিভিয়ে দেওয়া হয়েছিল। এ ব্যপারে আন্তর্জাতিক যে সমস্ত প্রোটোকল রয়েছে তা মেনেই আলো নিভিয়ে দেওয়া হয়।’ সংস্কৃতি মন্ত্রকের সূত্রের দাবি, বৃহস্পতিবার মধ্য রাতে ফের হলোগ্রামের আলো জ্বালিয়ে দেওয়া হয়।

নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৫-তম জন্মবার্ষিকী (Parakram Diwas) উপলক্ষে ইন্ডিয়া গেটে হলোগ্রাম মূর্তির উন্মোচন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ইন্ডিয়া গেটে নেতাজির হলোগ্রাম মূর্তির জন্য ব্যবহার করা হয় কয়েকটি শক্তিশালী ফোরকে প্রজেক্টর। ৩০,০০০ লুমেন ফোরকে প্রজেক্টরের মাধ্যমে অদৃশ্য হাই গেইন সম্পন্ন ৯০ শতাংশ স্বচ্ছ হলোগ্রাফিক স্ক্রিনে তৈরি করা হয়েছে নেতাজির থ্রিডি অবয়বটি।

RELATED ARTICLES

Most Popular