skip to content

skip to content
Homeবিনোদনশাহরুখের সঙ্গী ভিকি কৌশল

শাহরুখের সঙ্গী ভিকি কৌশল

Follow Us :

পরিচালক রাজকুমার হিরানির ছবিতে অভিনয় করতে চলেছেন বলিউড বাদশা শাহরুখ খান। বর্তমানে টিনসেল টাউনে অন্যতম চর্চার বিষয় এমনটাই।শোনা যাচ্ছে ২০২২এর গ্রীষ্মেই ছবির শ্যুটিং শুরু করতে চান কিং খান।কিন্তু তার আগে সিদ্ধার্থ আনন্দের ছবি ‘পাঠান’ ও অ্যাটলি কুমার পরিচালিত ‘লায়ন’-এর শ্যুটিং সেরে ফেলবেন তিনি।রাজু হিরানির আগামী ছবিতে ছবিতে কিং খানের সঙ্গে দেখা যাবে তাপসী পান্নুকে,এমনটাই শোনা যাচ্ছে।বলিপাড়া সূত্রে জোর খবর,ছবিতে নাকি থাকছেন ভিকি কৌশলও।এর আগে পরিচালকের ‘সঞ্জু’ ছবিতে কমলি-র ভূমিকায় অভিনয় করে রীতিমতো নজর কেড়েছিলেন ভিকি।তার অভিনয় দারুণ পছন্দও করেছিলেন রাজকুমার হিরানি।সেই কারণেই নতুন সোশ্যাল কমেডি ড্রামাতে ভিকিকে কাস্টিং করেছেন তিনি।

কিং খানের ঘনিষ্ঠ সূত্রে খবর,ভিকিকে ছবিতে নিতে রাজি হয়েছেন বাদশা খানও।আগের সমস্ত ব্যর্থতা ভুলে নতুন ভাবে আত্মপ্রকাশ করতে চাইছেন শাহরুখ।স্বমহিমায় ফেরার জন্য সবকিছু করতে রাজি তিনি।তাই কিং খানের তুরুপের তাস রাজু হিরানির নতুন ছবি।শ্যুটিং শুরুর জন্য মুখিয়ে আছেন তিনি।

RELATED ARTICLES

Most Popular