Wednesday, October 8, 2025
spot_img
Homeস্বচ্ছ জ্যাকেটে পোজ, চাবুক ফিগার, মনামীর স্টাইলে ক্লিন বোল্ড ভক্তরা

স্বচ্ছ জ্যাকেটে পোজ, চাবুক ফিগার, মনামীর স্টাইলে ক্লিন বোল্ড ভক্তরা

কলকাতা: কখনও কাচের ব্যাগে জীবন্ত মাছ, তো কখনও ক্রপটপ, তো জামদানি ড্রেস তো কখনও প্যাস্টেল শেড লহেঙ্গা আবার হট রেড গাউনে…তাঁর অনুরাগীদের হতাশ করেন না মনামী ঘোষ (Monami Ghosh)। অভিনেত্রী মনামীর সেই ছবি দেখে তাঁর ভক্তরা তাঁর প্রেমে পড়তে বাধ্য়! তাঁর মিষ্টি হাসি, চোখের চাহনির জাদুতে সবাই কুপোকাত! মনামী মানে ছক ভাঙা সাজ। এবার স্বচ্ছ জ্যাকেট পরে। মনামীর চাবুক ফিগারে ক্লিন বোল্ড ভক্তরা।

সকলের মধ্যে সব সময়ই আলাদা করে নজরকাড়েন নায়িকা। তাঁর এই সব এক্সপেরিমেন্টাল লুকের প্রশংসাও করেন তাঁর বহু অনুরাগী। তবে কেবল প্রশংসা নয়, অভিনেত্রীকে শুনতে হয়েছিল ‘বাংলার উরফি’-এর তকমা। তবে কোনও রকমের সমালোচনা মনামীকে স্পর্শ করেনা। মনামীর হট অবতার তোলপাড় করেছে সোশ্যাল মিডিয়ায় ৷ কালো ক্রপটপ-স্টটস সঙ্গে স্বচ্ছ জ্যাকেট পরে আগুন ধরিয়েছেন। খোলা চুল ঠোঁটে ডার্ক লিপস্টিক। ভরা বর্ষায় অভিনেত্রীর জ্যাকেট বিশেষ নজরকেড়েছে। মনামীর সাজে বহু পুরুষের রাতের ঘুম কেড়ে নিয়েছেন ৷

 

View this post on Instagram

 

A post shared by Monami Ghosh (@monami_ghosh)

 

আরও পড়ুন: মাঝরাতে রুক্মিনীর জন্মদিনের কেক কেটে ‘মেরা হ্যাপি বার্থ ডে’ নাচ! দেব আছে

অন্য খবর দেখনু

Read More

Latest News