রেওয়া: প্রেমিকের কাছে বিয়ে করার আর্জি জানান প্রেমিকা। তার জবাবে প্রেমিকাকে বেধড়ক মারধর প্রেমিকের (assault of girlfriend)। রবিবার মুহূর্তে ভাইরাল হয়ে পড়ে এই মারধরের এই ভিডিয়ো। ভাইরাল এই ভিডিয়ো চলে আসে সংবাদ মাধ্যমেও। বিয়ের প্রস্তাবে প্রেমিকের এহেন কীর্তি দেখে নিয়ে শুরু হয় নিন্দার ঝড় সোশাল মিডিয়ায়। আর এরপরই কড়া পদক্ষেপ নেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী (Madhya Pradesh Chief Minister)। রবিবার সকালে ভাইরাল হওয়া ভিডিয়ো থেকে প্রেমিকের পরিচয় জেনে প্রথমে গ্রেফতার পরে বিকেলে বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয় অভিযুক্ত প্রেমিকের বাড়ি।
रीवा जिले के मऊगंज क्षेत्र में युवती के साथ हुई बर्बरता की घटना में अपराधी पंकज त्रिपाठी को गिरफ्तार कर उसके घर पर बुलडोजर चलाया गया। ड्राइवर पंकज का लाइसेंस भी कैंसल कर दिया गया है।
मध्यप्रदेश की धरती पर महिलाओं पर अत्याचार करने वाला कोई बख्शा नहीं जायेगा। pic.twitter.com/Z4gHr2lWsk
— Office of Shivraj (@OfficeofSSC) December 25, 2022
পেশায় বাস চালক অভিযুক্ত ওই প্রেমিককে ভিডিয়ো দেখে চিহ্নিত করে উত্তর প্রদেশের মির্জাপুর থেকে গ্রেফতার করা হয় বলে জানান পুলিশ সুপার নভনিত ভাসিন।
বাড়ি ভাঙার ভিডিয়োটি নিজের টুইটারে পোস্ট করে মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানের (CM Shivraj Singh Chouhan ) কড়া বার্তা, মধ্যপ্রেদেশের মাটিতে মহিলাদের ওপর কোনও রকমের নির্যাতন করলে কাউকে রেয়াত করা হবে না। পাশাপাশি, ওই চালকের ড্রাইভিং লাইসেন্স ক্যানসেল করা হয়েছে বলেও জানান মুখ্যমন্ত্রী। অভিযুক্ত ওউ বাস চালক পঙ্কজ ত্রিপাঠি রেওয়ার মউগঞ্জ এলাকার ঢেরা গ্রামের বাসিন্দা।