মুম্বই: পুরনো কর্মীকে ২২ তলা বাড়ি উপহার দিলেন মুকেশ আম্বানি (Mukesh Ambani) । ওই পুরনো কর্মীর নাম মনোজ মোদি (Manoj Modi)। বিশ্বের অন্যতম সেরা ধনকুবের মুকেশ আম্বানি। মুম্বইয়ে (Mumbai) যে বাড়ি তিনি উপহার দিয়েছেন তার দাম প্রায় দেড় হাজার কোটি টাকা। অনেকে বলে থাকেন রিলায়েন্স গ্রুপের সাফল্যের পিছনে মনোজ মোদির অবদান রয়েছে। কয়েক দশক ধরে তিনি কাজ করে চলেছেন। সেজন্য বিলাসবহুল প্রাসাদ তাঁকে উপহার দিয়েছেন মুকেশ আম্বানি। মুম্বইয়ের নেপিয়ান সি রোডে ওই বাড়িটি রয়েছে। অনেকে বলে থাকেন মনোজ মোদি মুকেশ আম্বানির ডান হাত। তাঁর দীর্ঘদিনের সঙ্গী।
ওই বাড়িটির নাম বৃন্দাবন। মাসখানেক আগে মনোজকে ওই বাড়ি উপহার দেন আম্বানি। ১লাখ ৭ হাজার বর্গফুটের বাড়ি সেটি। একটি তলা ৮ হাজার বর্গফুটের। বাড়িটির ৮ তলা পার্কিংয়ের জন্য বরাদ্দ। বহুমূল্য ফার্ণিচারে সাজিয়ে দিয়েছেন ওই পুরনো বাড়ি। জানা গিয়েছে, এটি ছাড়াও মনোজ মোদির আগে থেকেই দুটি ফ্ল্যাট রয়েছে। যার দাম ৪১৫ কোটি টাকা। কেন মনোজ মোদির পিছনে এতটা সদয় হলেন মুকেশ আম্বানি? বলা হয় রিলায়েন্সের বড় বড় ডলারের চুক্তির মূলে আছেন মনোজ মোদি। তিনি মুকেশ আম্বানির সহপাঠী। মুম্বই বিশ্ববিদ্যালয়ের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে একসঙ্গে পড়াশোনা করেছেন। যার সঙ্গে তাঁর বাবার স্মৃতি জড়িয়ে আছে। রিলায়েন্স গ্রুপের তখন নেতৃত্বে ছিলেন মুকেশ আম্বানির বাবা ধীরুভাই আম্বানি।
আরও পড়ুন: Aajke | পুলিশ কখনও টেবিলের তলায়, কখনও হাতজোড় করে অসহায়
মুকেশ আম্বানি সম্প্রতি খবরের শিরোনামে এসেছিলেন লিভারপুল ক্লাব কেনা নিয়ে। লিভারপুল বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে তাদের বর্তমান ক্লাব ফেনওয়ে স্পোর্টস গ্রুপ (এফএসজি)। তারপরেই নাকি আসরে নামে আম্বানির রিলায়ান্স ইন্ডাস্ট্রিজ (Reliance Industries)। খুব শিগগিরই বিড করতে পারে তারা বলে জানা গেছে। ব্রিটেনের এক নামী সংবাদমাধ্যমের খবর, লিভারপুলকে ৪ বিলিয়ন পাউন্ডে বিক্রি করতে চায় এফএসজি (FSG)। এত বড় এবং নামী ক্লাবকে কিনতে আগ্রহ থাকবে অনেকেরই। ফোর্বস (Forbes) পত্রিকার বিচারে ৯০ বিলিয়ন পাউন্ডের মালিক পৃথিবীর অষ্টম ধনীতম ব্যক্তি আম্বানি ইতিমধ্যেই ক্লাব কেনার ব্যাপারে খোঁজখবর করেছেন।
মুকেশ আম্বানির (Mukesh Ambani) পরিবারকে সম্প্রতি উচ্চ পর্যায়ের নিরাপত্তা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তাঁর পরিবারকে জেড প্লাস নিরাপত্তা (Z+ Security) দিতে চলেছে স্বরাষ্ট্রমন্ত্রক (Home Affairs)। দেশের শীর্ষ আদালত কেন্দ্রকে এমনই নির্দেশ দিয়েছে। সুপ্রিম কোর্ট (Supreme Court) জানিয়েছে, শুধুমাত্র ভারতে নয় বিদেশে থাকাকালীনও মুকেশ আম্বানি (Mukesh Ambani) ও তাঁর পরিবারকে জেড প্লাস নিরাপত্তা দিতে হবে। কিন্তু তার জন্য খরচ তাঁদেরই দিতে হবে।