Saturday, November 1, 2025
Home৩ অগাস্ট নিট-পিজি পরীক্ষা? সুপ্রিম অনুমতি চাইল NBE

৩ অগাস্ট নিট-পিজি পরীক্ষা? সুপ্রিম অনুমতি চাইল NBE

নয়াদিল্লি: আগামী ৩ অগাস্ট নিট-পিজি ২০২৫ (NEET-PG 2025) পরীক্ষা নেওয়ার জন্য সুপ্রিম কোর্টের (Supreme Court) অনুমতি প্রার্থনা করল ন্যাশনাল বোর্ড অফ এগজামিনেশন (NBE)। ৩ অগাস্ট সকাল ৯টা থেকে ১২টা ৩০ মিনিট পর্যন্ত এক দফাতেই পরীক্ষা নেওয়ার জন্য সুপ্রিম কোর্টের অনুমতি প্রার্থনা এনবিই-র। দুই দফার পরিবর্তে এক দফায় পরীক্ষা নেওয়ার জন্য শীর্ষ আদালতের নির্দেশের পরিপ্রেক্ষিতে ১৫ জুনের পরীক্ষা স্থগিত ঘোষণা করে এনবিই।

টেকনোলজি সহযোগী টাটা কনসালটেন্সি সার্ভিসেসের (TCS) বক্তব্য অনুযায়ী, ৩ অগাস্ট এক দফায় পরীক্ষা নেওয়া যেতে পারে বলে আদালতকে জানিয়েছে এনবিই। এক দফায় পরীক্ষা নেওয়ার জন্য আরও বেশি সংখ্যক পরীক্ষাকেন্দ্র (Examination Centre) নির্দিষ্ট করার পাশাপাশি হার্ডওয়্যার সরবরাহ ও পরিচালন ব্যবস্থা তৈরির প্রয়োজন রয়েছে বলেও এনবিইকে জানিয়েছে টিসিএস।

আরও পড়ুন: পহেলগাঁও-কাণ্ডের পর প্রথমবার কাশ্মীরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

দ্বিতীয়ত, পরীক্ষাকেন্দ্র বা শহর নির্বাচনের জন্য প্রার্থীদের স্বার্থে নতুন করে অ্যাপ্লিকেশন উইন্ডো খুলতে হবে। সেই সব আবেদনের ভিত্তিতে প্রার্থীদের নির্দিষ্ট পরীক্ষা কেন্দ্র দেওয়া হবে। তার জন্যও সময়ের প্রয়োজন। কারণ প্রার্থীদের পরীক্ষার অন্তত দুই সপ্তাহ আগে পরীক্ষা কেন্দ্রের সংবাদ দেওয়া প্রয়োজন। পরীক্ষার অন্তত চার দিন আগে প্রার্থীদের কাছে অ্যাডমিট কার্ড পৌঁছনো নিশ্চিত করার দরকার রয়েছে। এছাড়াও পরীক্ষাকেন্দ্রের ইনভিজিলেটর বা নজরদার, নিরাপত্তা কর্মী ও নেটওয়ার্ক পরিচালন ব্যবস্থার জন্য অতিরিক্ত কর্মী মোতায়েন করতে হবে এবং তাদের প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে।

দেখুন অন্য খবর:

Read More

Latest News