skip to content
Sunday, July 7, 2024

skip to content
HomeদেশNamibian Cheetah | বনকর্মীদের নাকানি চোবানি খাইয়ে ঘরে ফিরল 'ওবান' 

Namibian Cheetah | বনকর্মীদের নাকানি চোবানি খাইয়ে ঘরে ফিরল ‘ওবান’ 

Follow Us :

কুনো: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Narendra Modi) জন্মদিনে নামিবিয়া (Namibia) থেকে ভারতে আনা হয়েছিল ৮টি আফ্রিকান চিতাকে (African Cheetah)।তারপর তাদের ছেড়ে দেওয়া হয়েছিল মধ্যপ্রদেশের (Madhya Pradesh) কুনোর জঙ্গলে। সেই চিতাই এখন বনকর্মীদের মাথাব্যথার কারণ হয়ে উঠেছে।       

বন দফতর সূত্রের খবর, গত ২ এপ্রিল কুনো জাতীয় উদ্যানের সীমানা পেরিয়ে পালিয়ে যায় ওবান নামের একটি চিতা বাঘ। কুনো থেকে ২০ কিলোমিটার দূরে বিজয়পুরের ঝড় বরোদা গ্রামে চিতাটিকে দেখতে পান  কিছু স্থানীয় বাসিন্দা।পাশাপাশি লোকালয়ে চিতা ঢুকে পড়ায় আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয় গোটা গ্রাম জুড়ে।  

আরও পড়ুন: YRF Spy Universe | War 2 | Pathaan Vs Tiger | শেষ থেকেই শুরু 

বন দফতরের এক আধিকারিক জানিয়েছেন, চিতার পালিয়ে যাওয়ার খবর পেয়েই সঙ্গে সঙ্গে দলবল নিয়ে ঝড় বরদা গ্রামে পৌঁছন তাঁরা। কিন্তু চিতার হদিশ সেখানে পাওয়া যায়নি। তার পরের দিনই ওই গ্রাম  থেকে কয়েক কিলোমিটার দূরে পার্বতী বরোদা গ্রামে নদী থেকে জল খেতে দেখা গিয়েছিল চিতা বাঘ ওবানকে। বৃহস্পতিবার কুনোর জঙ্গলে ফিরে এসেছে ওবান। তবে জঙ্গলে ঢুকতে একটু দ্বিধাবোধ করছিল ওই নিখোঁজ চিতাটি। জানা গিয়েছে, দিন দু’য়েক সে নাহাদ-শিলপুরা অঞ্চলের বাফার জোনে ঘোরাফেরা করছিল। সেখান থেকে পিপারওয়ার জঙ্গলে দুই দিন কাটায়। বুধবার ওবান একটি ব্ল্যাক বাক হরিণ শিকার করে খিদে মিটিয়েছে বলেই জানিয়েছেন বনকর্মীরা। 

উল্লেখ্য, ভারতে বিলুপ্ত চিতার অভাব দূর করতে দক্ষিণ আফ্রিকার নামিবিয়া থেকে ২০২২ সালে সেপ্টেম্বর মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ‘অপারেশন চিতা’ (Operation Cheetah) প্রকল্প শুরু করেন। মধ্যপ্রদেশের কুনো অভয়ারণ্যে ছাড়া হয়েছিল ৮টি চিতাকে।তারপর এই বছর মার্চ মাসে প্রথম এনক্লোজারের বাইরে, বন্য প্রকৃতির মধ্যে ছেড়ে দেওয়া হয়েছিল দুই চিতা দম্পতি ওবান এবং আশাকে।  

RELATED ARTICLES

Most Popular