নয়াদিল্লি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Narendra Modi) রাজস্থান (Rajasthan) সফরের আগেই বড়সড় বিপত্তি। শনিবার সকালে রাজস্থানের ভরতপুরে (Bharatpur) নাগলা দিদায় ভেঙে পড়ে বায়ুসেনার একটি চার্টার্ড বিমান। এদিনই বেলায় রাজস্থানের উদয়পুরে যাওয়ার কথা প্রধানমন্ত্রীর। তার আগেই এই বিমান দুর্ঘটনা উদ্বেগ বাড়িয়েছে সরকারের। আবার শনিবারই মধ্যপ্রদেশের (Madhyapradesh) মেরেনাতে দুর্ঘটনার কবলে পড়ে দু’ই যুদ্ধবিমান সুখোই ৩০ এবং মিরাজ ২০০০(Sukhoi-30 & Mirage 2000)। মিরাজ বিমানটির পাইলট ও সহকারী পাইলটের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। বেলা ১ টা পর্যন্ত বিস্তারিত খবর মেলেনি। একই দিনে তিন যুদ্ধ বিমানের দুর্ঘটনায় পড়া নিয়ে চিন্তায় পড়েছে কেন্দ্রীয় সরকার।
শনিবার সকালে মধ্যপ্রদেশের মেরেনাতে মহড়ার সময় ভেঙে পড়ে সুখোই ৩০ এবং মিরাজ ২০০০ (Sukhoi-30 & Mirage 2000) ফাইটার জেট। স্থানীয় প্রশাসনের তরফে শুরু হয়েছে উদ্ধারকার্য। ঘটনাস্থলে পুলিশ, উদ্ধারকারী দল এবং সেনা। কীভাবে দুর্ঘটনা ঘটল, তা এখনও স্পষ্ট নয়। তবে প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, যান্ত্রিক ত্রুটির জেরেই এই দুর্ঘটনা(Accident)।
আরও পড়ুন: Tripura Assembly Election 2023 : ২ ফেব্রুয়ারি ত্রিপুরায় চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করবে তৃণমূল
এদিকে, ভরতপুরের জেলাশাসক অলোক রঞ্জন জানিয়েছেন, আগ্রা থেকে উড়েছিল বায়ুসেনার ওই বিমানটি (Plane)। একটি রেল স্টেশনের কাছে সেটি ভেঙে পড়ে। সঙ্গে সঙ্গে তাতে আগুন ধরে যায়। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও স্থানীয় প্রশাসনের কর্তারা ঘটনাস্থলে পৌঁছন। গোটা পরিস্থিতি খতিয়ে দেখা হচ্ছে। প্রধানমন্ত্রী নামার আগে বিমান দুর্ঘটনা উদ্বেগ বাড়িয়েছে প্রশাসনিক মহলে। কী ভাবে দুর্ঘটনাটি ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে। স্থানীয়দের দাবি, এখনও পর্যন্ত দুর্ঘটনাস্থলে বিমানচালকের খোঁজ মেলেনি। ওই বিমানে কত জন ছিলেন, তা-ও স্পষ্ট নয়।