Saturday, September 13, 2025
বাঙালি কাউন্টডাউন
Homeখোলামেলা পোশাকে আবেদনময়ী প্রিয়াঙ্কা

খোলামেলা পোশাকে আবেদনময়ী প্রিয়াঙ্কা

কলকাতা: প্রিয়াঙ্কা চোপড়া (Priyanka Chopra) জোনাস, বহুবারই বহু অনুষ্ঠানে নিজের ফ্যাশান স্টেটমেন্ট নজর কেড়েছেন অভিনেত্রী। হট পোশাকে আরও একবার নজর কাড়লেন পিগি চপস। প্রিয়াঙ্কা চোপড়া এই মুহূর্তে হলিউডে জমিয়ে কাজ করছেন। বিদেশে থাকলেও প্রিয়াঙ্কা মনে প্রাণে খাঁটি ভারতীয়। যার প্রমাণ বহু বার মিলেছে। দেশি গার্ল যে সবার থেকে আলাদা তা চিন্তা থেকে সাজে প্রকাশ পায়।

প্রিয়াঙ্কার (Priyanka Chopra) মতে, রূপ বা সৌন্দর্যের চাবিকাঠি রয়েছে প্রত্যেকের হেঁশেলেই। আর সে নিদর্শন তিনি পেয়েছেন নিজের মা এবং ঠাকুরমার কাছেই। অভিনেত্রী তাঁর ইনস্টাগ্রাম পোস্টে কিলার লুকের বেশ কয়েকটা ছবি শেয়ার করেছেন। দেশি গার্লের বোল্ড লুক থেকে নজর ফেরানো দায়। স্টট ডিপকাট ওয়ান পিস খোলামেলা ড্রেসে হট প্রিয়াঙ্কা। পোশাকের সঙ্গে মিলিয়ে স্মোকি আই মেকআপ, গোলাপী ঠোঁটে তাঁকে আরও উজ্জ্বল দেখাচ্ছিল। অন্যছবিতে ‘ডেসি গার্ল’র পরনে ছিল পোলকা ডট পোশাক। গলায় এমারেল্ডের নেকপিস, সঙ্গে কালো হ্যাটে প্রিয়াঙ্কার থেকে চোখ সরানো ছিল দায়। অভিনেত্রীকে নিকে বাহুডোরে ভালোবাসা মাখা ছবি শেয়ার করতে দেখা গিয়েছে। ছবি দেখে নেটাগরিকরা বলছেন “লভ ইন দ্য এয়ার”।

আরও পড়ুন: সৃজিতের ‘লহ গৌরাঙ্গের নাম রে…’-এর ফার্স্ট লুকে বড় চমক

 

View this post on Instagram

 

A post shared by Priyanka (@priyankachopra)

অন্য খবর দেখুন

Read More

Latest News