কলকাতা: দোলেতে পরিচালক সৃজিত মুখ্যোপাধ্যায় (Srijit Mukherji) ‘লহ গৌরাঙ্গের নাম রে’ ছবিটির ঘোষণা করেছিলেন। দীর্ঘদিন ধরেই ইন্ডাস্ট্রিতে এই ছবিটি নিয়ে চর্চা চলছে। এক সময় এই ছবির ভবিষ্যৎ ছিল প্রশ্নচিহ্নের মুখে। তবে শেষমেশ নতুনভাবে শুরু হয়েছে এই ছবির কাজ। এবার এই ছবির ফাস্ট লুক প্রকাশ্যে এল।
সময় এখানে মিলে মিশে একাকার। তিনটে সময়কাল এক সুতোয় বেঁধেছন পরিচালক সৃজিত মুখ্যোপাধ্যায়। এই ছবিতে ৩টি সময়কালকে তুলে ধরা হবে বলে সৃজিত জানিয়েছেন। এর মধ্যে নটি বিনোদিনী, শ্রীচৈতন্য মহাপ্রভু, গিরীশচন্দ্র ঘোষের মতো চরিত্ররা উঠে আসবে। এখনকার সময় থেকে শুরু করে নব্বইয়ের দশকের মতো সময়কালও উঠে আসবে। আর তিন টাইমলাইনের তিন ভিন্ন চরিত্রও যেন পরিস্থিতির খামখেয়ালে বয়ে যায় একই নদীর খাতে। এবার সকেলর সঙ্গে ভাগ করে নিয়েছেন ফার্স্ট লুকের ছবি। ছবিতে শ্রীচৈতন্যের ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে দিব্যজ্যোতি দত্ত (Dibyojyoti Dutta) কে। ছবির জন্য যথেষ্ট ওজন কমাতে হয়েছে নায়ককে। তার মাঝেই সামনে এল দিব্যোর চৈতন্য রূপ। অন্যদিকে, অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhasree Ganguly) এই ছবিতে নটী বনোদিনী। নটী বিনোদিনীর জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায় হল ‘চৈতন্যলীলা’। সেই সূত্র ধরেই নায়িকার এই লুক। ছবিতে নায়ক ইন্দ্রনীল সেনগুপ্ত (Indraneil Sengupta), সেও সাজবে শ্রী চৈতন্য। আর তাই ইন্দ্রনীলেরও ‘চৈতন্য’ লুকই প্রকাশ্যে এনেছেন নির্মাতারা।
আরও পড়ুন: কমল হাসনের ছবিতে নিষেধাজ্ঞা, হাইকোর্টের দ্বারস্থ প্রযোজক
বেশি চর্চায়, তা হল শুভশ্রী, ইন্দ্রনীল ও দিব্যজ্যোতির লুক। প্রত্যেকের পরণেই গেরুয়া বসন, মুন্ডিত মস্তক, গলায় কন্ঠী ও কপালে রসকলি। শুভশ্রীকে এই বেশে দেখে চেনা দায়। তাছাড়াও প্রকাশ্যে এসেছে ইশা সাহার ফার্স্ট লুক। এই ছবিতে তিনি ছবির নির্দেশকের ভূমিকায় রয়েছেন। দিব্যজ্যোতির বিপরীতে দেখা যাবে পর্দার জনপ্রিয় মুখ আরাত্রিকা মাইতিকে। এই ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে ইশা সাহা ও ইন্দ্রনীল সেনগুপ্তকে। তাঁদের বর্তমান সময়ের প্রেক্ষাপটে দেখা যাবে। ইন্দ্রনীলকে দেখা যাবে একজন সুপারস্টারের চরিত্রে।
অন্য খবর দেখুন