নয়াদিল্লি: ভারত সরকারের (Government of India) হাতে এয়ার ইন্ডিয়াকে অধিগ্রহণ করার (Acquisition of Air India) পর ঢেলে সাজাচ্ছে টাটা গোষ্ঠী (Tata Group)। শীঘ্রই বিমানবহরে যোগ হতে নতুন কেনা বিমান। নতুন কর্মী নেওয়ার উদ্যোগ নেওয়াও শুরু হয়েছে। এবার এয়ার ইন্ডিয়ার কর্মীদের বেতন বাড়াল টাটা গোষ্ঠী। গত সোমবার (১৭ এপ্রিল) এয়ার ইন্ডিয়া সূত্রে জানানো হয়েছে, পাইলট এবং কেবিন ক্রু’দের (Pilots and Cabin Crew) ক্ষতিপূরণ কাঠামো (Compensation Structure) পুনর্গঠন করা হয়েছে। বদল আনা হয়েছে পাইলটদের প্রতি ঘণ্টা উড়ান দরের ক্ষেত্রেও (Per-Hour Flying Rate)।
পাঁচ বছরের পরিবর্তন পরিকল্পনার (Five-Year Transformation Plan) অঙ্গ হিসেবে এই নতুন কাঠামো (New Structure) তৈরি করেছে টাটা গোষ্ঠীর মালিকানাধীন ভারতীয় বিমান সংস্থা। এয়ার ইন্ডিয়া এবং এআইএক্স কানেক্ট (এয়ার এশিয়া ইন্ডিয়া ও এয়ার ইন্ডিয়া এক্সপ্লেস সহ) [Air India and AIX Connect (including Air Asia India and Air India Express)] ২,৭০০ জনের বেশি পাইলটের বেতন বৃদ্ধি করা হলো। পাশাপাশি, এয়ার ইন্ডিয়ার ৫,৬০০ জন কেবিন ক্রু’রও মাইনে বাড়ানো হয়েছে।
আরও পড়ুন: Maldiram | Kurseong | ঘুরে আসুন চা বাগান ঘেরা পাহাড়ি গ্রাম মালদিরাম থেকে
এয়ার ইন্ডিয়া তাদের ইন্টার্নাল সার্কুলারে (Internal Circular) বলেছে, “২০২৩-এর ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া ফ্লাইং স্টাফদের (Flying Staffs) ক্ষতিপূরণে সংশোধন আনতে পেরে আমরা আনন্দিত। উড়ান কর্মীদের জন্য আমাদের ক্ষতিপূরণ কাঠামোকে সহজতর করার জন্যই আমরা পুনর্গঠিত করেছি।”
সংশোধিত কাঠামোতে ফ্লাইং অ্যালাওয়্যান্স গ্যারান্টি (Flying Allowance Guarantee) দ্বিগুণ করে ২০ ঘণ্টা থেকে বাড়িয়ে ৪০ ঘণ্টা করা হয়েছে। করোনা প্যানডেমিক পর্বের আগে যে রেট (Rate) ছিল, তার তুলনায় এটি কম। আগে ৭০ ঘণ্টা বরাদ্দ ছিল। এক বছরের খরচের তালিকায় ট্রেইনি পাইলটদের (Trainee Pilot) মাসে ৫০,০০০ এবং সিনিয়র কম্যান্ডরদের (Senior Commander) ৮.৫০ লক্ষ টাকা দেওয়া হবে বেতন হিসেবে।
নতুন যোগ দেওয়া কেবিন ক্রুদের বেতন বাড়িয়ে করা হয়েছে মানে ২৫,০০০ টাকা এবং কেবিন ক্রু এগজিকিউটিভদের (Cabin Crew Executive) প্রতি মাসে দেওয়া হবে ৭৮,০০০ টাকা। পদোন্নতির উদ্দেশ্যে প্রশিক্ষণাধীনরত পাইলটদের অতিরিক্ত ক্ষতিপূরণেরও বন্দোবস্ত করা হয়েছএ। এছাড়া, পাইলটদের জন্য প্রতি ঘণ্টা উড়ান এবং উড়ান ভাতা দরেও (Pilots’ Per-Hour Flying and Flying Allowance Rates)। যাঁরা দীর্ঘদিন ধরে কাজ করছেন এমন কর্মী এবং ট্রেইনি পাইলটদের জন্যও অতিরিক্ত অর্থ দেওয়ার কথাও ঘোষণা করেছে টাটা গোষ্ঠীর মালিকানাধীন এয়ার ইন্ডিয়া।