মুম্বই: বিবেক অগ্নিহোত্রীর (Vivek Agnihotri) ছবি ‘দ্য কাশ্মীর ফাইলস’ (The Kashmir Files) নিয়ে ফের বিতর্ক। এই ছবিকে অপপ্রচার এবং অশ্লীল আখ্যা দিলেন ইজরায়েলের (Israel) চিত্র পরিচালক তথা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়ার (IFFI) প্রধান জুরি নাদাভ লাপিড (Nadav Lapid)। সদ্য শেষ হয়েছে আইএফএফআই। তার সমাপ্তি অনুষ্ঠানে মঞ্চে দাঁড়িয়ে লাপিড বললেন, মর্যাদাপূর্ণ এই চলচ্চিত্র উৎসবে ‘দ্য কাশ্মীর ফাইলস’-এর অংশগ্রহণ দেখে তিনি স্তম্ভিত।
প্রধান জুরি জানান, তাঁরা সবাই মনে করেছেন এই ছবি অপপ্রচার (Propaganda), অশ্লীল (Vulgur) এবং আইএফএফআই-এর (IFFI) মতো মর্যাদাপূর্ণ উৎসবের শৈল্পিক প্রতিযোগিতায় শামিল হওয়ার যোগ্য নয়। লাপিড আরও বলেন, এই অনুভূতি মঞ্চে দাঁড়িয়ে সবাইকে জানাতে তিনি সম্পূর্ণ স্বচ্ছন্দ বোধ করছেন। শিল্প-সংস্কৃতির জন্য সমালোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এবং এই উৎসবের স্পিরিটও সমালোচনা গ্রহণ করতে সক্ষম।
#Breaking: #IFFI Jury says they were “disturbed and shocked” to see #NationalFilmAward winning #KashmirFiles, “a propoganda, vulgar movie” in the competition section of a prestigious festival— organised by the Govt of India.
? Over to @vivekagnihotri sir…
@nadavlapi pic.twitter.com/ove4xO8Ftr— Navdeep Yadav (@navdeepyadav321) November 28, 2022
নাদাভ লাপিডের বক্তব্য সহ একটি ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে পড়েছে। বহু মানুষ প্রতিক্রিয়া দিচ্ছেন ওই বক্তব্যের। কাশ্মীর ফাইলসের একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন দর্শন কুমার (Darshan Kumar)। তিনিও প্রতিক্রিয়া দিলেন। স্বাভাবিকভাবেই নামী চিত্র পরিচালক তথা প্রধান জুরির বক্তব্য হজম করতে পারেননি অভিনেতা।
আরও পড়ুন: Cristiano Ronaldo: গোল না করেও সেলিব্রেশন! সোশ্যাল মিডিয়ায় ট্রোলের শিকার রোনাল্ডো
দর্শন কুমার বললেন, কিছু দেখা এবং উপলব্ধি করার পর তা নিয়ে প্রত্যেকের নিজস্ব মতামত থাকতেই পারে। কিন্তু এটা অস্বীকার করার জায়গা নেই, কাশ্মীরি পণ্ডিতদের দুর্দশার প্রকৃত চিত্র তুলে ধরেছে দ্য কাশ্মীর ফাইলস। তাঁরা এখনও সন্ত্রাসবাদের নির্মম কাণ্ডের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছেন। তাই এই ছবি অশ্লীল নয়, বাস্তব। প্রসঙ্গত, এ বছরের ১১ মার্চ মুক্তি পেয়েছিল বিবেক অগ্নিহোত্রী পরিচালিত ছবিটি। দেশজুড়ে এটি যেমন বিতর্কের সৃষ্টি করেছিল, বক্স অফিসে ঝড়ও তুলেছিল ততটাই।